সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘ইউক্রেনের ওপর রুশ আগ্রাসন ভুল পদক্ষেপ। এটা দৃঢ়ভাবে এবার ভারতকে বলতে হবে।’ পশ্চিমা দেশগুলোর চোখ রাঙানি উপেক্ষা করে ইতিমধ্যেই ভারত পুতিনের দেশ থেকে অপরিশোধিত তেল আমদানি করেছে। এ নিয়েও মুখ খুলেছেন হিলারি।
হিলারির দাবি, ‘রাশিয়া থেকে ভারতের জ্বালানি আমদানির পরিমাণ সামান্য, একটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে ভারত নিজেদের স্বার্থবাহী সিদ্ধান্ত নিতেই পারে।’ ইন্ডিয়ান এক্সপ্রেসের টাইমস গ্রুপের এক আলোচনা চক্রে যোগ দিয়েছিলেন হিলারি ক্লিনটন। সেখানেই রাশিয়ার আগ্রাসন, চীনের অবস্থান নিয়ে কথা বলেছেন সাবেক ফার্স্ট লেডি হিলারি।
ভারত-চীন সীমান্তে উত্তাপ এখনো রয়েছে। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর দিল্লির পাশেই ছিল ওয়াশিংটন। হিলারির দাবি, চীনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘর্ষের বিষয়টি খুবই উদ্বেগজনক । এই বিষয়ে আরো মনোযোগ দেওয়া প্রয়োজন।।