ইউক্রেন-রাশিয়ার সংঘাত গড়িয়েছে ১২ দিনে। এখনো নানা দিকে মোড় নিচ্ছে চলমান যুদ্ধ। সোমবার (৭ মার্চ) কয়েক ঘণ্টার ব্যবধানে ইউক্রেনে ঘটে যাওয়া বেশ কয়েকটি খবর পাওয়া গেছে।
রাশিয়ার ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চারটি শহরে অস্ত্রবিরতি ঘোষণা করেছে। সোমবার (৭ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে এই চারটি শহরে মানবিক করিডোর চালু করার। মস্কোর সময় সকাল ১০ টা থেকে ঘোষণা কার্যকর করার কথা জানায় তারা। এর আগেও ইউক্রেনের দুটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডোর চালু করেছিল রাশিয়া। কিন্তু তা সত্ত্বেও কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও হামলার অভিযোগ করে ইউক্রেন। যদিও মানবিক করিডোর চালু করে লোকজন সরিয়ে নিতে ব্যর্থ প্রচেষ্টার জন্য দুই দেশই একে অপরকে দোষারোপ করছে।
👉ডায়নামিক ওয়েবসাইট দিয়েই গড়ে তুলুন আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার ব্র্যান্ড আইডেন্টিটি।
সেবা দেয়ার জন্য সবসময় আপনার পাশে আছে ‘ভার্সডসফট’।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রোববার (৬ মার্চ) দেশটির ইরপিনে রাশিয়া বেসামরিক লোকদের হত্যা করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, পূর্বাঞ্চলের চুহুইভ শহর রুশ বাহিনীর কাছথেকে পুনরায় দখলে নিয়েছেন তারা। দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মাইকোলাইভে নতুন করে রাশিয়ার গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
ইউক্রেন সরকারকে তাদের কার্যক্রম পরিচালনার জন্য আরও ১০ কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার ধারাবাহিক হামলার মধ্যেই প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকও রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে।
👉আপনার ব্যবসা বা কোম্পানি প্রোফাইল ওয়েবসাইট তৈরির জন্য আপনার পাশে সবসময় আছে ‘ভার্সডসফট’।
এদিকে, শান্তি আলোচনার জন্য দু’পক্ষই তৃতীয় দফায় বৈঠকে বসছে সোমবার (৭ মার্চ)। তবে কোথায় এবং কখন বৈঠকটি হবে তা এখনো স্পষ্ট জানা যায়নি। শান্তি আলোচনার জন্য দেশ দুটির মধ্যে প্রথম বৈঠকটি হয় ইউক্রেন-বেলারুশ সীমান্তে।
সূত্র: বিবিসি