মিসরের সুয়েজ খাল কর্তৃপক্ষ ইতিহাসের সবচেয়ে বেশি আয় করেছে। সুয়েজ খাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মাসের হিসাবে এবছরের এপ্রিলে এ আয় হয়।
জানা গেছে, জাহাজ পারাপার ফি বাবদ সুয়েজ খাল কর্তৃপক্ষ এপ্রিল মাসে ৬২৯ মিলিয়ন মার্কিন ডলার আদায় করে। এক বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবিয়ি জানিয়েছেন, গত বছরের এপ্রিলের তুলনায় এবারের এপ্রিলে আয় বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
উল্লেখ্য, মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত ১৯৩ কিলোমিটারের একটি কৃত্তিম সামুদ্রিক খাল সুয়েজ খাল। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে।
লোহিত সাগর ও ভূমধ্যসাগরের সংযোগ ঘটানো ১৯৩ কিলোমিটারের সুয়েজ খাল এশিয়া ও ইউরোপের বাণিজ্যিক রুট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। করোনার কারণে গত দুই বছর রুটটিতে জাহাজ পারাপারের মাত্রা কম ছিল। এ বছর তা স্বাভাবিকভাবেই বেড়ে গেছে।