ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নিহতদের মরদেহ ভ্যানে স্তূপ করে আগুন দেওয়ার ঘটনার নতুন আরেকটি ভিডিও হাতে পাওয়ার দাবি করেছেন তদন্তকারী কর্মকর্তারা।
ভিডিওটি যাচাই-বাছাই শেষে আগামী ২৫শে মে ওই বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। সোমবার সকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিনে গত বছরের পাঁচই অগাস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনায় বেশ কয়েকজন নিহত হন বলে পরে জানা যায়।
গত সেপ্টেম্বর মাসে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে পুলিশের ভেস্ট ও মাথায় হেলমেট পরা এক ব্যক্তি আরেক জনের সহায়তায় একটি ভ্যানে একজন যুবকের মরদেহ তুলতে দেখা যায়।
এবার ওই ঘটনার দ্বিতীয় ভিডিও পাওয়ার দাবি করলেন তদন্তকারী কর্মকর্তারা। বিবিসি