স্ট্যাচু অব লিবার্টির কাছে অথবা পাতায়া সমুদ্র সৈকতে দাঁড়িয়ে
আমি কাউকে প্রেম নিবেদন করতে চাই না।
বায়তুল্লাহ দেয়াল ঘেষে মনের সকল আবেগ উজার করে আমি মহান রবের কাছে
প্রেম নিবেদন করতে চাই।
মদিনা মুনাওয়ারায় রাসুল করিমের রওজায়, সবুজ গম্বুজের নিচে
সাইয়েদুল মুরসালিনের সাক্ষাৎ চাই।
স্বর্ণখচিত সৌধের দিকে তাকিয়ে চোখের একটু প্রশান্তি চাই।
মক্কা আর মদিনার পবিত্র ধুলিতে আমার অপবিত্র দেহটি মলিন করে
তোমার সুহবতের প্রমাণ রাখতে চাই।
হে রব আমার আত্মসমর্পণকে কবুল করো।
বেহেশতের বাগানর সকল সৌন্দর্য, সুদৃশ্য উদ্যান, সুমিষ্ট ফল, দুধের নহর, হুর, গেলমানসহ
সুখের সকল উপকরণ
আমার তেমন প্রয়োজন নেই।
হে রাব্বুল আলামিন, আমাকে শুধু তোমার এক কমবখত বান্দা হিসেবে মেনে নাও।
হে রাসুল, আমি শুধু তোমার এক সাধারণ উম্মতের স্বীকৃতি চাই।
তোমার পবিত্র রওজার কাছাকাছি কোন এক গুরুত্বহীন স্থানে
আমাকে একটু অবস্থানের সুযোগ দাও।