আলফানিউমেরিক । ফায়সাল আইয়ূব ছড়া-কবিতা প্রবাসী মার্চ ২৮, ২০২২সময় সংবাদLeave a Comment on আলফানিউমেরিক । ফায়সাল আইয়ূব শেয়ার করুনকখনো জীবন চলে রূপ রস গন্ধে ভালোবাসা কাঁদে হাসে কবিতার ছন্দে জীবনে হিসাব আছে তবুও জীবন নাচে আমরণ থাকে বোঝা মানুষের স্কন্ধে।