আলতাব আলী পার্কে কমিউনিটি সেফটি ডে ৫ জুন

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

পুলিশ, টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসার এবং কাউন্সিলের সেইফার নেবারহুডস টিমের সাথে অংশীদারিত্বে আগামী ৫ জুন বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আলতাব আলী পার্কে অনুষ্ঠিত হবে একটি বিশেষ কমিউনিটি সেফটি ডে। বিশেষ এই কমিউনিটি নিরাপত্তা দিবসে যোগ দিতে স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনার স্থানীয় অফিসার এবং কমিউনিটি সেফটি টিমের সাথে দেখা করতে চলে আসুন আলতাব আলী পার্কে এবং ক্লিয়ার, হোল্ড, বিল্ড কমিউনিটি ক্রাইম—ফাইটিং ইনিশিয়েটিভের মাধ্যমে অগ্রগতি সম্পর্কে জানুন। পার্কটিকে সকলের উপভোগের জন্য একটি নিরাপদ, স্বাগতপূর্ণ স্থান করে তুলতে আমরা একসাথে কাজ করছি। আপনি যদি আলতাব আলী পার্কের আশেপাশের এলাকায় বসবাস করেন, কাজ করেন বা আশেপাশে সময় কাটান, তাহলে পরিবার, ব্যবসা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য আয়োজিত এই কমিউনিটি ইভেন্টে অংশ নিতে সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *