বইমেলায় প্রকাশিত হয়েছে ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন’র (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নতুন দুটি বই। বইগুলো হলো- ‘সময়ের প্রেক্ষিতে’ এবং ‘প্রত্যাশা’।
সময়ের প্রেক্ষিতে এমনই একটি উপন্যাস, যাতে দু’জন মানুষের সমান্তরাল জীবনবাস্তবতা রূপায়িত হয়েছে। দেশ ও প্রবাসজীবনের পটভূমিতে লেখা এ উপন্যাসের কাহিনী জুড়ে রয়েছে বেদনা ও বিরহের সুর। মানুষের চাওয়া-পাওয়ার হিসাব কিভাবে অনেক সময় জীবনকে দুর্বিষহ করে তোলে, তারই এক চিত্র ফুটে উটেছে এ উপন্যাসে। মানুষ কি তার স্বপ্নের দিনগুলো সময়ের ফ্রেমে বাঁধতে পারে? এ প্রশ্নেরই উত্তর যেন খুঁজেছেন লেখক এ বইয়ে।
‘সময়ের প্রেক্ষিতে’ বইটি পাওয়া যাবে গ্রন্থমেলার ৬ নম্বর প্যাভিলিয়নে প্রথমা প্রকাশনীতে। আর ‘প্রত্যাশা’ বইটি পাওয়া যাবে গ্রন্থমেলার ৩১ নম্বর প্যাভিলিয়নে অন্য প্রকাশের প্রকাশনীতে। বই দুটির মোড়ক উন্মোচন করেছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন- আয়েবার ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, অ্যাডভোকেট তানবীর সিদ্দিকী, লেখকের সহধর্মীনি, সন্তান ও অনন্ত উজ্জল প্রমুখ।
এছাড়া গতবছর কাজী এনায়েত উল্লাহর প্রকাশিত বই ‘বিশ্বপ্রবাস’ এবং ইংরেজি অনুবাদ ‘দি লিভিং ওয়ার্ল্ড’ বইয়ের নতুন সংস্করণ পাওয়া যাবে এবারের বই মেলায়। মেলার স্টল ছাড়াও প্যারিস, ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অনলাইনেও পাওয়া যাবে বইটি।বইয়ের লেখক কাজী এনায়েত উল্লাহ ঢাকার বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির কৃতী সন্তান। মেধাবী এই বাংলাদেশি ১৯৭৮ সাল থেকে বসবাস করছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সরবোন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে মনোনিবেশ করেন ব্যবসায়। তিনি ইউরোপের একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠক ।
ইউরোপের ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) মহাসচিব ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) সভাপতি। ২০১৬ সালের নভেম্বরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথম ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ প্রবাসী বিশ্ব সম্মেলনের সফল আয়োজনকারী হিসাবে দেশে বিদেশে প্রশংসিত হয়েছিলেন তিনি।