‘আমেরিকা – সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই’

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

‘আমেরিকা – সেনাসদর বৃহৎ রাজনৈতিক শক্তির সায় নেই’ মানবজমিন পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম। এ খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাড়া মিলছে না। এ ইস্যুতে সেনা প্রশাসন থেকেও মতামত দেয়া হয়েছে। অপসারণ ইস্যুতে সায় নেই বন্ধু রাষ্ট্র যুক্তরাষ্ট্রেরও।

এমন অবস্থায় রাষ্ট্রপতিকে অপসারণ করতে মাঠে নামা ছাত্র আন্দোলনের নেতারা কী করবেন? রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। ইতোমধ্যে প্রধান প্রধান দলগুলোর সঙ্গে তাদের বৈঠক শেষ হয়েছে। এসব বৈঠকে রাষ্ট্রপতিকে অপসারণ করার বিষয়ে নিজেদের মত তুলে ধরেছেন ছাত্র নেতারা। বিপরীতে বেশির ভাগ দল মো. সাহাবুদ্দিনকে অপসারণের পর সাংবিধানিক শূন্যতা তৈরির বিষয়টি সামনে এনেছে। এ ছাড়া অপসারণের পর বিকল্প কী হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সূত্রের দাবি জানিয়ে সংবাদটিতে বলা হয়েছে, সাক্ষাতে চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি ইস্যুটিও আলোচনায় এসেছিল। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের দূত তাদের নিজেদের অভিমত জানিয়েছেন। তারা মনে করেন, নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সামনে নিয়ে সরকার এগোচ্ছে। এই মুহূর্তে নতুন ইস্যু সামনে আনলে জটিলতা তৈরি হতে পারে। ‘শুরু হলো নির্বাচনের অভিযাত্রা’ কালের কণ্ঠ পত্রিকার প্রথম পাতার এ খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য অনুসন্ধান বা সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে দেশে নির্বাচনি অভিযাত্রা শুরু হয়ে গেছে।

মঙ্গলবার সকালে এই কমিটি গঠনের আগাম খবর জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “আমাদের সরকারের নির্বাচনমুখী প্রক্রিয়া গ্রহণ করার যে কাজ, সেটা শুরু হয়ে গেছে। আপনারা বলতে পারেন নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে”। জানা যায়, সার্চ কমিটির প্রধান হতে পারেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।আর সদস্য পদে থাকছেন হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। আইন অনুযায়ী, প্রধান বিচারপতি সার্চ কমিটির জন্য আপিল বিভাগের একজন বিচারপতি এবং হাইকোর্টের একজন জ্যেষ্ঠ বিচারপতিকে মনোনীত করবেন।

এ ছাড়া সার্চ কমিটিতে পদাধিকারবলে সদস্য হবেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোবাশ্বের মোনেম এবং রাষ্ট্রপতির মনোনীত একজন নারীসহ দুজন বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুননেসা তাহমিদা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সি আর আবরারকে দায়িত্ব দেয়া হচ্ছে বলে আলোচনা রয়েছে। অধ্যাপক নজরুল বলেছেন, আজ-কালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

‘ফসলে ঘাটতি বড় সংকটের দিকে নিয়ে যেতে পারে’ বণিক বার্তা পত্রিকার একটি শিরোনাম। দেশের খাদ্য উদ্বৃত্ত অঞ্চলগুলোর একটি ময়মনসিংহ। বাংলাদেশের মোট খাদ্য চাহিদার অন্তত ১০ শতাংশ এখান থেকেই পূরণ করা হয়। ময়মনসিংহের পাশাপাশি জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এ চার জেলায় ২০২৩-২৪ অর্থবছরে খাদ্য উৎপাদন হয়েছিল ৪৪ লাখ ৮৮ হাজার ৯৫০ টন। বিপরীতে এ অঞ্চলে চাহিদা ছিল মাত্র ১৮ লাখ ৭ হাজার ২৩৩ টন। বাকি প্রায় ২৬ লাখ ৮১ হাজার ৭১৭ টন উদ্বৃত্ত খাদ্যে পূরণ করা হয় রাজধানীসহ আশপাশের জেলাগুলোর চাহিদা। তবে সাম্প্রতিক বন্যায় এ অঞ্চলের লক্ষাধিক হেক্টর জমির আমন ধান নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। দেশের পূর্বাঞ্চলে তিন দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায়ও আমনসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খাদ্য উদ্বৃত্ত জেলায় সাম্প্রতিক এ বন্যার কারণে ফসল উৎপাদনে ঘাটতি দেখা দিলে তা সার্বিক খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে বলে আশঙ্কা কৃষি বিশেষজ্ঞদের।

‘জুলাই হত্যাকাণ্ডের বিচারে সহায়তা করবে জাতিসঙ্ঘ’ নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার শিরোনাম। জুলাই গণহত্যায় জড়িতদের স্বচ্ছ বিচারের বিষয়ে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করবে উল্লেখ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই গণহত্যার বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশন কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছি। জেনেভায় আমাদের প্রধান কার্যালয় পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তী সময়ে ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীগুলোর অতিরিক্ত শক্তি প্রয়োগ, নৃশংসতা ও হত্যার ঘটনাগুলো স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে পাঠানো একটি তথ্যানুসন্ধান মিশন গত ১৭ই সেপ্টেম্বর থেকে বাংলাদেশে কাজ করছে। তথ্যানুসন্ধান মিশন পহেলা জুলাই থেকে ১৫ই অগাস্ট পর্যন্ত বাংলাদেশের ঘটনাপ্রবাহ তদন্ত করছে। মিশনটি সত্য উদঘাটন, দায়-দায়িত্ব চিহ্নিতকরণ, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ করবে।

‘Don’t rush into serious decisions’ The Daily Star পত্রিকার প্রথম পাতার শিরোনাম। অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কোন তাড়াহুড়ো করা উচিত নয়। সাংবিধানিক বিষয়ে সরকারের কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জাতীয় ঐক্য বজায় রাখার জন্য যে কোনো মূল্যে অশুভ মহলের চক্রান্ত প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এই বিএনপি নেতা বলেন, অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যেও আলোচনা চলছে। “কেউ কেউ প্রশ্ন তুলছেন যে কেন অন্তর্বর্তী সরকার বর্তমান সংবিধানের অধীনে শপথ নিয়েছে নাকি এটা একটা বিপ্লবী সরকার”। লন্ডনে অবস্থানরত মি. তারেক বলেন, এ ধরনের প্রশ্ন সরকারের গতিশীলতাকে বাধাগ্রস্ত করতে পারে, যা শেষ পর্যন্ত সরকারকে তার উদ্দেশ্য থেকে সরিয়ে দিতে পারে।

‘No student rep yet in reform commissions’ NewAge পত্রিকার শিরোনাম। এ সংবাদে বলা হয়েছে, বিভিন্ন সেক্টরে সংস্কারের জন্য গঠিত ছয়টি কমিশনের মধ্যে পাঁচটি এখনও তাদের ছাত্র প্রতিনিধিদের নাম দেয় নি। অথচ তাদের কাজ শেষ করার জন্য যে ৯০ দিনের সময় দেয়া হয়েছে তার ২৬ দিন এরই মধ্যে কেটে গেছে। এখন পর্যন্ত যে কয়টি কমিশনের গেজেট হয়েছে সেগুলোতে প্রতিটি কমিশনের সাত থেকে নয় সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তবে শুধুমাত্র সাংবিধানিক সংস্কার কমিশন ছাত্র প্রতিনিধির নাম উল্লেখ করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান বলেন, “আমার কার্যালয় উপদেষ্টা পরিষদ থেকে এখনো কোনো নির্দেশনা পায় নি”। গত ১৬ই অক্টোবর এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছিলেন, কয়েক দিনের মধ্যে ছাত্র প্রতিনিধিদের নাম প্রস্তাব করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এক প্রশ্নে সোমবার বলেছেন, “আমরা এখনও আমাদের প্রস্তাবগুলি চূড়ান্ত করি নি”।

‘ফ্যাসিস্টদের বিচারকে সামনে রেখে মৃত্যুদণ্ডের বিধান বাতিলের প্রশ্নই আসে না’ ইত্তেফাক পত্রিকার প্রথম পাতার একটি শিরোনাম। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে এ কথা জানিয়েছেন। বর্তমান বাস্তবতায় মৃত্যুদণ্ডের বিধান রহিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্কের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। মৃত্যুদণ্ডের বিধান রহিত করা যায় কি না সে বিষয়ে টুর্ক কথা বলেছেন। এ প্রসঙ্গে আমি বলেছি এটা বর্তমান বাস্তবতায় সম্ভব না। কারণ আমাদের পেনাল সিস্টেম ও শত বছরের জাস্টিস সিস্টেমে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যে ফ্যাসিস্টদের হাতে হাজার হাজার তরুণ নিহত হয়েছে, তাদের হত্যার বিচারকে সামনে রেখে হঠাৎ করে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করার প্রশ্নই আসে না। তাছাড়া যে কোন বড় ধরনের আইনগত পরিবর্তন সমাজ আকাঙ্খার সঙ্গে মিল রেখে করতে হয়। মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ভলকার টুর্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

‘চালের দাম বাড়ছেই, সরকারি মজুত কমছে’ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনাম। বাজারে চালের দাম বাড়ছে। এর মধ্যে উদ্বেগজনক খবর হলো, সাম্প্রতিক অতিবৃষ্টি ও ভারতসহ উজানের দেশগুলো থেকে আসা ঢলে আমনের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপাদনে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় আট লাখ ৩৯ হাজার টন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে সরকারের কাছে দেয়া একটি প্রতিবেদনে বলেছে, চাল আমদানি বাড়াতে শুল্ক-কর পুরোপুরি তুলে নেয়া দরকার। চাল সরকারের জন্য একটি সংবেদনশীল পণ্য। গরিব মানুষের খাদ্য ব্যয়ের একটি বড় অংশ যায় চালের পেছনে। চালের দাম এমন সময় বাড়ছে, যখন ভোজ্যতেল, চিনি, সবজি, ডিম, মুরগির মাংসসহ প্রায় সব নিত্যপণ্যের দাম চড়া। আমন চাল উৎপাদনের দ্বিতীয় প্রধান মৌসুম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, বছরে দেশে চার কোটি টনের মতো চাল উৎপাদিত হয়। এর মধ্যে দেড় কোটি টনের মতো হয় আমনে। সপ্তাহ তিনেক পর থেকে আমন চাল বাজারে আসা শুরু করতে পারে।

‘হজের খরচ কমছে এক লাখ টাকা’ সমকাল পত্রিকার শিরোনাম। আগামী বছর হজযাত্রীর ব্যয় ৫০ হাজার টাকা থেকে এক লাখ টাকা কমানো হচ্ছে। গতবারের চেয়ে ব্যয় কমিয়ে দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে আজ বুধবার। ২০২৫ সালের জন্য এ প্যাকেজ ঘোষণা করা হবে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আগামী হজে দুই ধরনের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক-দেড় কিলোমিটারের মধ্যে। দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে। চলতি বছর হজের খরচ হয় প্রায় ছয় লাখ টাকা করে। মি. হোসেন জানান, হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা মদিনায় থাকা এবং সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা জানানো হবে। গত পহেলা সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়।
তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হয়েছে। বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম ‘আতঙ্ক ঘরে বাইরে’। ঢাকায় গত নয় মাসে চুরি কমলেও বেড়েছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। রাজধানীতে গড়ে প্রতিদিনই ডাকাতি ও চুরির ঘটনা ঘটছে। সবচেয়ে নাজুক অবস্থা মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা ও ডেমরা এলাকার। এসব এলাকায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই এবং ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় ভুক্তভোগীরা পুলিশের কাছে যাচ্ছেন কম। আবার যারা যাচ্ছেন, তারা আশানুরূপ প্রতিকার পাচ্ছেন না। যদিও নানা ঘটনাপ্রবাহের পর আলোচনা-সমালোচনার মুখে মোহাম্মদপুর থানা-পুলিশ নড়েচড়ে বসেছে। যৌথ বাহিনীর সঙ্গে এলাকা জুড়ে চালাচ্ছে সাঁড়াশি অভিযান।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার রুহুল কবির খান বলেন, “মোহাম্মদপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে, তা নিরসন করে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর”।
“সংশ্লিষ্ট সবাইকে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি, দ্রুততম সময়ে মোহাম্মদপুরসহ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে, স্বস্তি ফিরে আসবে জনমনে”। – বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *