ফয়সাল আমিন কাজি (ফাহিম ফয়সাল): ১৯৭২ সালে মুক্তি পায় বিখ্যাত ছবি ‘দ্য গডফাদার’। মারিও পুজোর উপন্যাসকে রুপালি পর্দায় এনে ঝড় তুলেছিলেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। মার্লন ব্র্যান্ডো, আল পাচিনো অভিনীত ছবিটি কালজয়ী ছবি হিসেবে জায়গা করে নেয় বিশ্ব চলচ্চিত্রে।
এ বছর ছবিটি পা রেখেছে ৫০ বছরে। মুক্তির সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ছবিটিকে আবারও পর্দায় আনার পরিকল্পনা করেছে প্যারামাউন্ট পিকচার্স।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অল্প কিছু সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ছবিটি। ইতিমধ্যে ৫০ বছর উপলক্ষে একটি ট্রেলার প্রকাশিত হয়েছে ইউটিউবে।
‘দ্য গডফাদার’ ছবির ৫০ বছর পূর্তি উপলক্ষে ছবিটিকে আরও ঝকঝকে করে দর্শকদের সামনে আনা হবে। সাউন্ডের মান আরও উন্নত করতে ডলবি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ছবির তিন পর্বের পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলার তত্ত্বাবধানে আলট্রা ফোরকে ও ডিজিটাল প্রিন্টে রূপান্তর করা হয়েছে।
👉ডায়নামিক ওয়েবসাইট দিয়েই গড়ে তুলুন আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার ব্র্যান্ড আইডেন্টিটি। সেবা দেয়ার জন্য সবসময় আপনার পাশে আছে ‘ভার্সডসফট’।
প্যারামাউন্ট পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের এএমসি থিয়েটারে মুক্তি পাবে ছবিটি। ফ্রান্সিস ফোর্ড কপোলা বলেন, ‘“দ্য গডফাদার” নিয়ে আমি গর্বিত। এই ছবি আমার সৃজনশীল জীবনের এক–তৃতীয়াংশের পরিচয় বহন করে।’ তিনি আরও বলেন, ‘এই সিনেমাকে যাঁরা আজও ভালোবেসে যাচ্ছেন, তাঁদের সঙ্গে এই মাইলফলক স্পর্শের উদ্যাপন বেশ আনন্দের।’