আবারো পিতা হয়েছেন বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসনের স্ত্রী ক্যারি নতুন সন্তানের মা হওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমন খবর প্রকাশ করেছেন তিনি।
৫৮ বছরের বরিস ও ৩৫ বছরের ক্যারি ২০২১ সালের মে মাসে বিয়ে করেছেন। তাদের তিন বছর ও দুই বছর বয়সী দুটি সন্তান আছে। নতুন খবর দিয়ে ক্যারি বলেছেন, কন্যার নাম রাখা হয়েছে পপি এলিজা জোসেফিন জনসন।
ক্যারি ইনস্টাগ্রামে জানান, পপির জন্ম হয়েছে ২১ মে এবং নবজাতককে ঘিরে পরিবারের সকলেই মোহিত ও ভালোবাসায় পূর্ণ। সন্তানকে উদ্দেশ্য করে লিখেছেন, বিশ্বাসই করতে পারছি না তুমি এমন সুন্দর আর এতই ছোট্ট! আমরা অসাধারণ ভাগ্যবান। তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে মুহূর্তের জন্যও ঘুমাতে পারিনি।
বরিস আরো বিয়ে করেছেন। তাঁর প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই। দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে ২০২০ সালে তার বিচ্ছেদ ঘটে। সে সংসারে বরিসের চারটি সন্তান আছে। এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান আছে।