পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ আজ (বুধবার) ‘আজাদি মার্চে’র প্রস্তুতি নিয়েছে। জিও টিভি জানিয়েছে, ইমরান খানকে আটকের পরিকল্পনা করছে সে দেশের সরকার। সবার নজর আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে।
পিটিআই ইসলামাবাদ অভিমুখে আজ যাত্রা করার জন্য প্রস্তুতি নিয়েছে। পেশোয়ার থেকে লং মার্চ শুরুর প্রস্তুতি নিচ্ছে। এই লং মার্চেই পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার সহযোগীদের আটক করার পরিকল্পনা করছে সরকার।
পাকিস্তানের শীর্ষ একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইমরান খানের দল বড় ধরনের যে সমাবেশের ঘোষণা দিয়েছে, তা ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ পিটিআই কর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। লাহোর, করাচি, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি রয়েছে। পাকিস্তানের বিভিন্ন অংশ থেকে ইসলামাবাদে যাওয়ার রাস্তাগুলোও বন্ধ রাখা হয়েছে।
ইসলামাবাদে প্রবেশের সব পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে ভারী শিপিং কন্টেইনার দিয়ে। লং মার্চে অংশ নেওয়া পিটিআই কর্মীদের বাধা দিতেই এটি করা হয়েছে।
আজাদি মার্চের জন্য বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ সুপ্রিম কোর্টের
ইমরান খান সমর্থকদের আজাদি মার্চের জন্য আলাদা ভেন্যুর ব্যবস্থা করতে ইসলামাবাদের চিফ কমিশনারকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আন্দোলনকারীরা যাতে সে স্থানে পৌঁছাতে পারে, সে জন্য একটি বিকল্প ট্রাফিক পরিকল্পনার কথাও বলা হয়েছে ওই নির্দেশে। আজ সুপ্রিম কোর্টে তিন সদস্যের এক বেঞ্চ এই নির্দেশ দেয়। বেঞ্চের সদস্য হচ্ছেন, বিচারক আহসান, বিচারক মুনিব আকতার এবং বিচারক সায়িদ মাজাহার। এ খবর দিয়েছে ডন।খবরে জানানো হয়, গতকাল ইসলামাবাদ হাই কোর্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ শোয়াইব শাহীন এ নিয়ে পিটিশন দায়ের করেন। তার শুনানিতেই বুধবার আজাদি মার্চের জন্য বিকল্প ভেন্যু নির্ধারন করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারক আহসান বলেন, পিটিআই কর্মীদের বিক্ষোভ করতে দিন, তারা বাড়ি ফিরে যাক। একইসঙ্গে তিনি পিটিআই কর্মীদেরও শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদের কথা বলেন। যাতে করে কোনো সম্পদ নষ্ট না হয় কিংবা সহিংসতা সৃষ্টি না হয় সে দিকে নজর রাখতে বলেন তিনি।