আমার যখন ইচ্ছে জাগে
আকাশটাকে দেখতে –
দর – দালানের চিলেকোঠায়
আজগুবি সব লেখতে।
আকাশ যখন নীল হয়ে যায়
দূর বহু দূর,
শঙ্খচিলের উড়াউড়ি
দেখতে কি মধুর!
আকাশ তখন আমায় ডাকে
তার বুকেতে হাঁটি –
হাঁটতে হাঁটতে চাঁদের দেশে
দাঁত লাগে কপাটি।
ফুলপরীতে দলে দলে
এসে ঘিরে ঘিরে
আকাশ দেখতে চাও কি তুমি
এসো ধীরে ধীরে !
আমার ডানায় পাখনা গজায়
উড়তে থাকি আরো
আপন মনে দিগ – দিগন্তে
ধার ধারি না কারো।
মেঘের ভেজা নরম পালক
আমায় বুলায় আদর
ঘুমঘোর এক আবেশ নিয়ে
জড়িয়ে রোদের চাদর।
চনমনে হয় মনটা আমার
মনটাই তো সব
মনের খিদে মিটে গেলে
আনন্দ উৎসব!
আকাশ দেখার আনন্দটা
ভাগ করি ভাগ করি
শুনতে চাও কি সেই আকাশে
বুড়ি, এক থুত্থুড়ি।
মজার মজার কেচ্ছা শোনায়
মজার পিঠেপুলি
এবার থেকে ছুটবো সদল
করবো না চুলবুলি।
