সৃষ্টিশীল মানুষ মাত্রই দর্শক-শ্রোতাকে নতুন নতুন বিষয় উপহার দিতে পছন্দ করেন। কষ্ট যতোই হোক না কেন কাজেই খুঁজে পান জীবনের যতো সুখ। এইচ এম তানভীর হাসান তেমনই একজন সৃষ্টিশীল মানুষ। গণমাধ্যম কর্মী ও অভিনয়শিল্পী হিসেবে যিনি গত এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন মিডিয়ায়। দর্শক কখনো তাকে পর্দায় দেখতে পায় অভিনয় শিল্পী হিসেবে আবার কখনো তাকে দেখতে পায় নির্মাতা হিসেবে।
তানভীর মূলত অভিনয় শিল্পী। ছোটবেলা থেকেই মঞ্চে নিয়মিত অভিনয় করে আসছেন। একটা সময় মঞ্চই ছিলো তার ধ্যান-জ্ঞান। সামনে হাজার কিংবা লাখো দর্শক থাকলেও মঞ্চ দাপিয়ে বেড়াতে পারেন ঠিক নিজের মতো করে। মঞ্চ অভিনয়ের আরও কঠিনতম ধাপ মাইমের সাথেও যুক্ত হন তিনি। অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে তার।
সময়ের সাথে সাথে একটা সময় ভাবনায় এলো মিডিয়ার আরও বড় পরিসরে কাজ করার। তাই পেশা হিসেবে বেছে নিলেন টিভি অনুষ্ঠান নির্মাণের কাজটি।
এ পর্যন্ত অনুষ্ঠান নির্মাতা হিসেবে কাজ করেছেন দেশের বেশ কয়েকটি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেলে। বর্তমানে অনুষ্ঠান প্রযোজক হিসেবে কর্মরত রয়েছেন গাজী টিভিতে।মিডিয়ায় কাজের চ্যালেঞ্জ কতোটা এমন প্রশ্নের জবাবে তানভীর বলেন, একটি অনুষ্ঠান নির্মাণ করতে গেলে তার পেছনে থাকে টিভি স্টেশন বা প্রোডাকশন হাউসের অনেক লোকের পরিশ্রম। প্রোডাকশনের সাথে জড়িত প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ। যা দর্শক-শ্রোতারা কখনো দেখেন না। দর্শক-শ্রোতারা দেখেন টিভি পর্দা বা স্ক্রিনে যা দেখানো হয় তাই। এই বিষয়টি অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ, প্রত্যেককে নিয়ন্ত্রণ করে সফলভাবে অনুষ্ঠান নির্মাণ করা বেশ কঠিন। আবার কোথাও কোন ত্রুটি হলে সমালোচনার বন্যা বয়ে যায়। আসলে আমরা যারা অনুষ্ঠান নির্মাণের সাথে জড়িত আমাদের কাছে টিভিতে অনএয়ার হওয়া প্রতিটি সেকেন্ডই গুরুত্বপূর্ণ, তাই চাপও বেশি।
টিভি মিডিয়ায় কাজ করতে গিয়ে নিজের মূল জায়গা হতে কতোটা সরে গেছেন; এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে এখন ব্যস্ততা এমন পর্যায়ে গেছে যে অন্য কিছু নিয়ে ভাবার সময় খুব একটা পাই না। তবে অভিনয় কিন্তু ছাড়ি নাই। কোথাও শুটিং এর জন্য ডাকলে সময় বের করে ঠিকই শুটিং করে আসি। বিভিন্ন নাটক, শর্টফিল্ম, বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করি। তবে মঞ্চে তেমন একটা কাজ করা হয়না। কারণ, মঞ্চে কাজ করতে গেলে প্রচুর সময় দিতে হয়।
আগামীর পরিকল্পনা নিয়ে তানভীর হাসান বলেন, আমার ইচ্ছে আছে সময় ও সুযোগ পেলে কিছু বিষয়ে চলচ্চিত্র নির্মাণ করবো। সেগুলোর প্রস্তুতি নিচ্ছি। যেগুলো দেশ-জাতীর কল্যাণে কাজে দেবে। এমন কিছু কাজ করে যেতে চাই যেগুলোর আবেদন যুগযুগ ধরে থাকবে।
তানভীর হাসান বর্তমানে গাজী টিভিতে দর্শক নন্দিত ইনফোটেইনমেন্ট সেলিব্রেটি শো ‘প্রিয় দর্শক’ প্রযোজনা করছেন। প্রতিদিনের এই অনুষ্ঠানে দেশের নানা অঙ্গণের স্বনামধ্যন্য ব্যক্তিত্বরা আড্ডায় আড্ডায় দারুণ কিছু সময় কাটায়। অনুষ্ঠানের মাধ্যমে দর্শক জানতে পারেন আগত অতিথির না জানা অনেক কথা।
এছাড়াও তানভীর হাসান প্রযোজিত জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশের বিভিন্ন সেক্টরের বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে নির্মিত বায়োগ্রাফিক্যাল অনুষ্ঠান ‘পুরানো সেই দিনের কথা’, ডাক্তারদের ইন্টারভিউয়ে স্বাস্থ্য পরামর্শমূলক হেলথ টিপস শো ‘স্বাস্থ্যবার্তা’, শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠান ‘টিনস্ টাইম’, নাচ, গান, গল্প, কবিতা, পুতুল নাচসহ অনেকগুলো সেগমেন্টের সমন্বয়ে শিশু-কিশোরদের সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘শিশু ক্যাম্পাস’, মনস্তাত্ত্বিক বিষয়ক অনুষ্ঠান ‘আপনি কিছু বলুন’, ক্রিকেট নিয়ে অনুষ্ঠান ‘ক্রিকেট হাইলাইটস্’সহ বিভিন্ন অনুষ্ঠান।