হোয়াটসঅ্যাপে গোপন গ্রুপে ছাত্রদের ওপর ‘গরম পানি’ ঢেলে দিতে বলেছিলেন কয়েকজন শিল্পী

ফিচার বাংলাদেশ বিনোদন সময় সংবাদ
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে সারা দেশের আপামর জনতা। বসে ছিলোনা শোবিজ অঙ্গনের বহু শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, গীতিকার, সুরকার, সাংবাদিক, লেখক, চিত্রপরিচালক। তারা জানিয়েছেন প্রতিবাদ, এমনকি নেমে আসেন রাজপথেও।

এদের মধ্যে অনেককেই এই আন্দোলনে নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আবার কেউ কেউ দলীয় ট্যাগে ছাত্রদের বিপক্ষে কথা বলেছেন উচ্চস্বরে।

হোয়াটসঅ্যাপ গোপন গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশট

এই আন্দোলনের মুখে পদত্যাগ করে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের পর তার কৃতকর্মের অনেক কিছুই এখন জনসম্মুখে আসছে। শুধু তাই নয়, তিনি কাদেরকে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন সেসব বিষয়ও এখন উঠে আসছে।

এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিছু স্ক্রিনশট। সেখানে স্পষ্টতই দেখা গেছে আন্দোলনে ‘ছাত্রদের ওপর গরম পানি ঢেলে’ দিতে বলেছিলেন শোবিজেরই কয়েকজন অভিনেত্রী, সাংবাদিক, পরিচালক।

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল ছাত্রদের আন্দোলনের বিপক্ষে! তারা মত দেন যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে। আরেকজন শিল্পী পরামর্শ দেন ‘ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার’।

সেই গ্রুপে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসসহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, নায়ক রিয়াজ, সাজু খাদেম, বিনোদন সাংবাদিক লিমন আহমেদ, পরিচালক যুবরাজসহ অনেকেই ছিলেন- তবে প্রকাশিত স্ক্রিনশট শটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ কয়েকজন।

বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন গীতিকার, শিল্পী ও সাংবাদিকের প্রতিক্রিয়া তুলে ধরা হলে-

গীতিকার ও কথাসাহিত্যিক লতিফুল ইসলাম শিবলী লেখেন, ‘যারা শেষ দিন পর্যন্ত আওয়ামী গনহত্যা ও সকল বর্বরতা নিরবে ও গোপনে সমর্থন দিয়ে গেছে তাদের সবার মনস্তত্ত্ব ঠিক একই রকম। এরা সবাই এক একটা হাসিনা। এদেরকে বিচারের কাঠগড়ায় তোলার আগ পর্যন্ত আপনার ঘৃণা এবং অভিসম্পাত এদের জন্য জারী রাখুন। এদের বাকি জীবন যেন সমাজের নিকৃষ্ট কীটের জীবন হয়।’

হোয়াটসঅ্যাপ গোপন গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশট

সাংবাদিক মাহতাব হোসেন লেখেন, ‘প্রিয় শিল্পীরা, আপনি আওয়ামী লীগ করতেই পারেন, বিএনপি করতেই পারেন- সেটা আদর্শিক কারণে করেন, সমস্যা তো নেই। কিন্তু কোন লোভে আপনারা আরাফাত-ফেরদৌসের মিডিয়া শেলে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দেন? আপনাদের শিল্পী মন এতো নির্মম, নৃশংস! আপনারা কী শুধুই কি পেইড ছিলেন? নাকি আপনাদের সামনে বিশাল কোনো লোভ ছিল? প্রিয় শিল্পীরা, আপনারা কেন এতো নিচুতে নেমেছিলেন?’

শিল্পী লুৎফর হাসান লেখেন, ‘একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু মেসেজ ফাঁস হয়েছে। গ্রুপে কারা আছেন, জানি না। স্ক্রিনশটে যে কয়েকজনের মেসেজ দেখলাম, সেখানে প্রায় সবাই পরিচিত। তারা শিক্ষার্থীদের ‘গরম জল’ দিতে বলেছেন। আরও কীভাবে তারা একত্রিত হবে, এসব লিখেছেন। শিক্ষার্থীদের আক্রমণের একটা ছকের পরিকল্পনা। তো, যারা কথা বলেছেন, সেখানে দুইজন অভিনেত্রীকে দেখলাম, একজন বিনোদন সাংবাদিককে দেখলাম, আরেক নির্মাতাকে দেখলাম। এদের প্রায় সবাই আমাদের ভীষণ কাছের বলেই জানতাম। আজ ধ্যান ভাঙলো। না জানি, আমাদের কোন কোন পোস্ট নিয়ে এরা কত রকমের পরিকল্পনা করেছে। মানুষের এই রূপ দেখে ঘেন্নায় বমি আসতেছে।’

আরেকজন সাংবাদিক লেখেন, ‘আপনি যেকোনও দল করতেই পারেন। কিন্তু আরাফাত-ফেরদৌসের মিডিয়া সেলে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দেন? আপনি শিল্পী মানতেই ঘৃণা চলে আসছে। আপনার মতো সিনিয়র শিল্পীর মিনিমাম জ্ঞানবোধ থাকা উচিত ছিল৷ নামতে নামতে কত নিচে নেমেছেন ভেবে দেখেন। জাতির কাছে ক্ষমা চাওয়া উচিৎ। একইসঙ্গে আরও যারা ছিলেন ওই গ্রুপে সবার ক্ষমা চাওয়া উচিৎ।’

সাংবাদিক মৌসুমি আচার্য্য লেখেন, ‘মানুষ হত্যা, নির্যাতনের পরামর্শ যারা দেয় তাদের আদৌ মানুষ বলা যায় কিনা সেটাই প্রশ্ন। শিল্পী ত বহু পরের কথা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *