ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে বহনকারী হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি এ তথ্য নিশ্চিত করেছেন।
হেলিকপ্টারটিতে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতি-সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
হেলিকপ্টারটি সানগুন নামক একটি তামার খনির কাছে বিধ্বস্ত হয়। এটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোফা এবং ভারজাকানের মধ্যে অবস্থিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি বৈরি আবহাওয়ার কারণে গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে।
প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দু’টি হেলিকপ্টার গন্তব্যে পৌঁছেছে। সেই হেলিকপ্টারে কয়েকজন মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তারা ছিলেন।
ইরানী রেড ক্রিসেন্ট বলেছে, তারা এই অঞ্চলে ১৪টি পৃথক দল পাঠিয়েছে। উদ্ধারকারীরা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে খুঁজছেন। হেলিকপ্টার পাহাড়ি এলাকা অতিক্রম করার সময় নিখোঁজ হয়।