সমুদ্রে বীরত্বের জন্য বাংলাদেশকে আইএমও’র বিশেষ সম্মাননা

আন্তর্জাতিক বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা- আইএমও (১৭৬টি দেশের সমন্বয়ে গঠিত) এবার ‘সমুদ্রে অসাধারণ সাহসিকতা’ পুরস্কারে ভূষিত করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য কোস্টগার্ডের লেফটেন্যান্ট মোহাম্মদ শফিউল আলম এবং অগ্নিনির্বাপণকারী জাহাজ ‘প্রমত্ত’র ক্রুদের।

গত বছর (৫ অক্টোবর, ২০২৪) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘বাংলার সৌরভ’ তেলবাহী জাহাজে এক ভয়াবহ বিস্ফোরণের পর সৃষ্ট আগুন অত্যন্ত সাহসিকতার সাথে নেভানোর স্বীকৃতিস্বরূপ তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

‘বাংলার সৌরভ’ জাহাজের ট্যাঙ্কারে বিস্ফোরণের সময় সেখানে  ৪৮ জন কর্মী ছিলেন এবং প্রায় ১১ হাজার ৫৫ টন তেল ছিল। নৌবাহিনী, কোস্টগার্ড এবং বন্দর কর্তৃপক্ষ প্রায় চার ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে মূল্যবান জীবন রক্ষা এবং বড় ধরনের সামুদ্রিক দূষণ থেকে পরিবেশ রক্ষা পেয়েছে।

সংশ্লিষ্টদের সাহসী এবং পেশাদারী অভিযানের ফলে প্রথমবারের মতো বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করলো, যা দেশের জন্য এক বিরাট সম্মান।

আইএমও প্রতি বছরই সেইসব ব্যক্তিদের এই পুরস্কারে ভূষিত করে, যারা সমুদ্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন রক্ষা করেন এবং জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে অসামান্য অবদান রাখেন।

আইএমও-এর ১২৫তম সেশনে গৃহীত সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ও কোস্টগার্ডের লেফটেন্যান্ট মোহাম্মদ শফিউল আলম এবং অগ্নিনির্বাপণকারী জাহাজ ‘প্রমত্ত’র ক্রুদের ‘সমুদ্রে অসাধারণ সাহসিকতার (Exceptional Bravery at Sea) জন্য এই পুরস্কারে ভূষিত করেছে জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)।

আইএমও’র মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ তার প্রেরিত ‘প্রশংসাপত্র’ (Letter of Commendation)-এ লেফটেন্যান্ট শফিউল আলম ও তার ক্রুদের ভূয়সী প্রশংসা করে উল্লেখ করেন, “আইএমও কাউন্সিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি ব্যক্তিগতভাবে আপনাদের অসাধারণ কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে অভিযান চালিয়েছেন, তাতে একটি বড় ধরনের সামুদ্রিক দূষণ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়েছে। আপনাদের অসাধারণ সাহস, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠা সত্যিই উল্লেখযোগ্য। আপনারা সমুদ্র পেশার সর্বোচ্চ ঐতিহ্য রক্ষা করেছেন- এজন্য আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *