শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ ও সায়মা ওয়াজেদের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদসহ ২১ জনের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকায় একটি মামলা হয়েছে।

ছাত্র আন্দোলন চলার সময় যাত্রাবাড়েীতে পুলিশের সাথে সংঘর্ষে নিহত একজনের পরিবার মামলাটি করে। যাত্রাবাড়ীর সংঘর্ষে নিহত আরো দুইজনের পরিবার পুলিশের সাবেক আইজিপিসহ আরো কয়েকজন কর্মকর্তাকে দায়ী করে আরো দুটি মামলা করেছে।

যাত্রাবাড়ীতে সংঘর্ষে নিহত ফলের দোকানদার ফরিদ শেখের পিতা সুলতান শেখ শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদসহ মোট ২১জনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন।

সেখানে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে, যাতে আহত হয়ে ৬ই অগাস্ট ফরিদ শেখের মৃত্যু হয়। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত শেখ হাসিনাসহ অন্যরা হত্যাকাণ্ডেে সহযোগিতা করেছে।

বাকিদের মধ্যে আছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

ভোলার অষ্টম শ্রেণির ছাত্র সিয়ামকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন সিয়ামের পিতা মোঃ জিয়া। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারদের আসামি করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের কলেজ ছাত্র ইমাম হাসানকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেছেন তার মা পারভীন আক্তার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তিনটি মামলা তদন্তের জন্য পুুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে নির্দেশ দিয়েছেন। – বিবিসি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *