শুধু বসে থেকে কিছু পেয়ে যাবেন তা হবে না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত
শেয়ার করুন

অনুবাদ: মাসুম খলিলী

এক. আপনি যদি কিছু চান তবে আপনাকে এর জন্য কাজ করতে হবে। আপনি শুধু বসে থাকবেন এবং কিছুই করবেন না আর সেটি পেয়ে যাবেন তা হবে না। আপনি যখন একটি নির্দিষ্ট সমস্যা মোকাবেলা করার জন্য আপনার মস্তিষ্ককে ক্লান্ত করে ফেলেছেন, তখন আপনি বসে থাকতে পারেন। এর ফলাফলের জন্য সর্বশক্তিমানের উপর নির্ভর করুন। যদি এটি আপনার জন্য হয় তবে সেটি আপনি পাবেন।

দুই. কিছু লোক তাদের ভাগ্যকে অভিশাপ দিতে থাকে, ভাবতে থাকে কেন সবসময় তাদেরই কষ্ট পেতে হয়। কেন সর্বশক্তিমান আমাকে পরীক্ষা করছেন? যারা পাপ করে তাদেরকে কেন তিনি অধিক সম্পদ দিয়ে পুরস্কৃত করেন? সত্য হল আমাদের প্রত্যেককে আলাদাভাবে পরীক্ষা করা হয়। তিনি জানেন তিনি কি করছেন। চলতে থাকুন।

পূনশ্চঃ

এক. আপনার দুঃখ যেন আপনাকে এমন পরিমাণে গ্রাস না করে যাতে কে সবকিছু নিয়ন্ত্রণ করছে সেটি আপনি ভুলে যান। আপনার ভঙ্গুর অবস্থা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করুন,এমনকি যদি এক মুহূর্তের জন্যও হয়। আপনি একটি জিনিস পরিষ্কার দেখতে পাবেন যে আপনি নিজে কিছুই নন। সবকিছুই সর্বশক্তিমানের কাছ থেকে আপনি ঋণে পেয়েছেন। আর এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী।

দুই. অন্যের কাছ থেকে অনুমোদন নেওয়া বন্ধ করুন। সত্যটি হ’ল এটি কখনও শেষ না হওয়ার এক প্রক্রিয়া। এটি যত করবেন তত বেশি আপনি আরো পেতে চাইবেন। আপনি এমন একটি পর্যায়ে পৌঁছে যাবেন যেখানে আপনি মানুষের অনুমোদন না পাওয়া পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবেন না। আপনার এই ট্র্যাক থামান! আপনার কেবলমাত্র অনুমোদনের প্রয়োজন একজনের, আর তিনি হলেন আপনার সৃষ্টিকর্তা!

তিন. ধৈর্য ধারণ করতে শিখুন। এর অনেক উপকার রয়েছে এবং এতে শেষ পর্যন্ত আপনি মিষ্টিতম ফলের স্বাদ গ্রহণ করবেন। তা না করে যখন আপনি অধৈর্য ও তাড়াহুড়াকারী হন, তখন আপনার সময় ও সম্পদের অপচয়ের দিক থেকে এটি ক্ষতির কারণ হবে। তাই ধীর ও সুস্থির গতিতে কাজ করতে শিখুন। সঠিক সময় এলে সর্বশক্তিমান আপনাকে স্বাচ্ছন্দ্য দান করবেন।

চার. কিছু ভুল হয়ে গেলে প্রতিবারই অন্যকে দোষ দেওয়া চলবে না। বলির পাঠা খোঁজা থেকে বিরত থাকুন। অভিযোগ বন্ধ করতে যথেষ্ট পরিপক্ক হন এবং সব কিছুর জন্য পুরো দায়িত্ব গ্রহণ করুন। পরিস্থিতি কি তা মূল্যায়ন করুন এবং আপনার ভুল উপলব্ধি করুন। এখান থেকে শিখুন এবং এর পুনরাবৃত্তি যাতে না হয় সেই চেষ্টা করুন। এটাই হলো পরিপক্কতা!

দ্রষ্টব্যঃ

আপনি বলুন, সত্যিই কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করছ! যিনি পৃথিবীকে মাত্র দুদিনে সৃষ্টি করেছেন এবং তার অংশীদার নির্ধারণ করছ? তিনি তো সমস্ত জগতের প্রতিপালক। যিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতরাংশ বরকতপূর্ণ করেছেন আর ভূগর্ভে সুষমরূপে খাদ্যদ্রব্য মজুদ করেছেন মাত্র চার দিনে। সব যাচনাকারীর জন্য সমানভাবে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন আর তা ছিল ধোঁয়াশাচ্ছন্ন। (সুরা হা মিম আস-সেজদা: ৯-১১)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *