শামীম ওসমানের খোঁজে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে তল্লাশি

সাম্প্রতিক
শেয়ার করুন

নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান আত্মগোপনে থাকার সংবাদের ভিত্তিতে বিপুল সংখ্যক প্রতিবাদী জনতা গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের সামনে জড়ো হয়েছিলেন। তবে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই রিসোর্টে ব্যাপক তল্লাশি চালিয়ে শামীম ওসমানকে পাওয়া যায়নি।

বুধবার দুপুরে শামীম ওসমানের আত্মগোপনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মানুষ ও সেনাবাহিনী পাঁচ তারকা রিসোর্টটি ঘিরে ফেলে। পরে ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু জড়ো হওয়া লোকজনকে রিসোর্টের সামনে থেকে সরিয়ে নেন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ইচ্ছা করে গুজব ছড়াচ্ছে, যাতে লোকজন এসে গ্র্যান্ড সুলতান ভাঙচুর করে ও সুযোগ সন্ধানীরা লুটপাট করতে পারে।

এ ব্যাপারে গ্র্যান্ড সুলতানের জেনারেল ম্যানেজার আরমান খাঁন বলেন, এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন। দেশের এই সংকটময় মুহূর্তে কিছু মহল বিচার বিবেচনা ছাড়াই উস্কানিমূলক পোস্ট করেছেন। পর্যটন শিল্প রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *