(কবি আসাদ বিন হাফিজ স্মরণে)
নিবিড় পরিচর্যায় নিরত চিকিৎসক!
তিনি ঘুমাচ্ছেন, গভীর ঘুম
সেবিকাদের ছুটোছুটি
পরিজনদের স্তব্ধ নিঃশ্বাস!
এই বুঝি চোখ খুলবেন— হেসে উঠবেন প্রিয়জন দেখে
প্রতীক্ষা, দোয়া আর পরিচর্যার পরশে
খুলে গেল একটি বিশাল তোরণ
সবুজ গালিচার সম্বর্ধনায় তিনি কাতর৷
বাতাসে ফুলের ম-ম সৌরভ
ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসছে মধুর অমীয় বানী
বরণ মাল্যে বিজয়ের সঙ্গীত
এ যেন সেই তাঁরই এঁকে যাওয়া অনিবার্য বিপ্লবের বিজয় দৃশ্য৷
তিনি যেনো আকুল আবেগেই দু হাত বাড়িয়ে দিয়ে
দৃষ্টি সীমার প্রশস্থতায় উড়ে গেলেন বিজয়ীর বেশে
পেছনে রইলো পড়ে নিবিড় পরিচর্যার ক্ষীয়মান পরশ
দোয়া, প্রতীক্ষা আর আবদ্ধ নিঃশ্বাস!৷