মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে : এরদোগান

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইসরায়েলি বাহিনীর হাতে পশ্চিম তীরে তুর্কি-আমেরিকান কর্মীকে হত্যার নিন্দা জানিয়ে বলেছেন, ‘মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলকে আইনের সামনে জবাবদিহি করতে হবে। আমরা প্রতিটি প্ল্যাটফর্মে সে প্রচেষ্টা চালিয়ে যাব।’ শুক্রবার তিনি “পশ্চিম তীরে দখলদারি বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর হস্তক্ষেপের” নিন্দা জানান।

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস জেলার বেইতা শহরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে শুক্রবার ইসরায়েলি বাহিনীর হাতে তুর্কি-আমেরিকান কর্মী আয়সেনুর ইজগি ইজি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য এসেছে।

ইজির প্রতি আল্লাহর রহমত কামনা করে প্রেসিডেন্ট এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন “তুর্কি হিসাবে আমরা প্রায় এক বছর ধরে চলে আসা ইসরায়েলের এই দখলদারিত্ব ও গণহত্যা নীতির অবসান ঘটানোর জন্য প্রতিটি প্ল্যাটফর্মে প্রচেষ্টা চালিয়ে যাব, সেখানে শিশু, তরুণ ও বৃদ্ধসহ ৪১ হাজার মানুষ গণহত্যা করা হয়েছে। মানবতার বিরুদ্ধে এই অপরাধের জন্য ইসরায়েলকে আইনের সামনে জবাবদিহি করতে হবে।” এএফপি ও আন্দালু নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *