বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল থেকে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনে তারা অবস্থান নেয়। এসময়, সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে।
বিক্ষোভকারীরা সেখানে বলেন, ‘বিএনপি নেতা ফজলু আমাদের কালো শক্তি বলেছেন। আমরা নাকি ২৪-এ শুধু অভিনয় করেছি। তাই আজ আমরা তার গ্রেফতারের অভিনয়ও দেখাব।’ এরপর বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়।
তারা বলেন, আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি। প্যাসিভ ভাবে আন্দোলন করছি। সরকার ব্যবস্থা গ্রহন নসা করলে এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো।