বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি, ৫ সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ।
রোববার (২৪ আগস্ট ২০২৫) ঢাকার হোটেল সোনারগাঁওয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

চুক্তিটি বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সম্পর্কিত। বৈঠকে দুই পক্ষ বাণিজ্য সম্পর্ক জোরদার ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারের নিচে।”

বাংলাদেশ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (সাফটা) কাঠামোর আওতায় পাকিস্তানের বাজারে প্রবেশাধিকারের অনুরোধ জানিয়েছে। এর আওতায় তৈরি পোশাক, জ্বালানি, ওষুধ, কৃষিপণ্য এবং তথ্যপ্রযুক্তি রপ্তানির সুযোগ চায় বাংলাদেশ।

সরকারের আমন্ত্রণে ইসহাক দার শনিবার দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *