ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এএমডি হলেন আবু রেজা মো. ইয়াহিয়া

অর্থনীতি সময় চিন্তা সাম্প্রতিক
শেয়ার করুন

শরিয়াহভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির (এফএসআইবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট ব্যাংকার, চিন্তক ও লেখক আবু রেজা মো. ইয়াহিয়া।

এফএসআইবিতে যোগদানের আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়, যে পর্ষদের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের মোহাম্মদ সাইফুল আলম। এরপর ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যে যোগ দিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আবদুল মান্নান। তিনি যোগ দিয়েই ব্যাংকটির ভিত্তি আরও শক্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ শুরু করেন।

এর আগে গতবছরের ২৯ জানুয়ারি বেসরকারি খাতের শ‌রীয়াহ্ ভি‌ত্তিক ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদ হতে স্বেচ্ছায় পদত্যাগ করেন আবু রেজা মো. ইয়াহিয়া।

আবু রেজা মো. ইয়াহিয়া ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যেমে তার কর্মজীবন শুরু করেন। সেখানে ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের কোম্পানি সচিব, ইন্টারনাল কন্ট্রোল, ইনভেস্টমেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং এবং আইন বিভাগের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া ব্যাংকের ক্যামেলকো হিসেবেও দায়িত্ব পালন করেন মো. ইয়াহিয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এবং বাংলাদেশ আইন সমিতির তিনি আজীবন সদস্য। সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য তিনি ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদিআরব, রাশিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ব্রুনাই, মায়ানমারসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

আবু রেজা মো. ইয়াহিয়া একজন মোটিভেশনাল স্পিকার এবং ব্যাংকিং ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত সমসাময়িক বিষয়ের উপর নিয়মিতভাবে পত্র-পত্রিকায় কলাম লিখেন।

ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে তার ৭টি বই প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি ব্যাংকিং ও অর্থনীতি সংক্রান্ত বিষয়ে নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশোতে অংশগ্রহণ করেন।

দৈনিক সময়/ফফ/ব্যাংক/অর্থনীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *