নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে ১৬ই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে বিএনপি। দলের পক্ষ থেকে সময় চাওয়া হলে প্রধান উপদেষ্টা আগামী ১৬ই এপ্রিল তাদের সময় দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ বুধবার বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি সরকারের কাছে সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ জানতে চাইবে। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান সংস্কার প্রক্রিয়া নিয়েও আলাপ করবে।

সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো ‘নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে’ বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

কিন্তু তার এ বক্তব্যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে। গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ‘ধোঁয়াশা’ ও ‘অস্পষ্টতার’ অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার দাবি জানিয়ে আসছে দলটি। এবার এ দাবিতে তারা আরও সক্রিয় হচ্ছে। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *