দুশ্চিন্তা আপনার অবস্থাকে ভাল হতে দেবে না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত
শেয়ার করুন

অনুবাদ: মাসুম খলিলী

এক. ব্যাটারি চালিত পেজার, ব্যাটারি চালিত ওয়াকি টকি, ব্যাটারি চালিত ল্যাপটপ, ব্যাটারি চালিত মোবাইল ডিভাইস, ব্যাটারি চালিত যানবাহন… এসবের মধ্যে কী মিল আছে? বিপত্তি কোথায়?

দুই. দুশ্চিন্তা আপনার অবস্থাকে ভাল হতে দেবে না। আপনার মানসিক চাপে ভেঙে পড়তে দেবেন না প্রাণশক্তিকে। সর্বশক্তিমান হলেন সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি জানেন তিনি কী করছেন। আপনার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তিনি আপনার পিছনে আছেন।আপনাকে দৃঢভাবে এই বিষয়টি বিশ্বাস করতে হবে।

পূনশ্চঃ

এক. মনে রাখবেন জীবন কোনও স্প্রিন্ট বা পূর্ণবেগে দৌড়ানো নয়, এটি হলো ম্যারাথন,ধীরে সুস্থে গন্তব্যে পৌছানো। প্রতিযোগিতাটি সবচেয়ে দ্রুত বা শক্তিমত্তার নয় যা তার পেশীগুলিকে ন্যুজ করতে পারে, তবে যারা শেষ অবধি স্থির গতিতে পরম সহিষ্ণুতা ও ধৈর্য সহকারে দৌড়াবেন তারা গন্তব্যে পৌছাবেন। এটি হলো আপনার বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা। আপনার কি এই চ্যালেঞ্জ গ্রহণের ক্ষমতা আছে?

দুই. এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তাতে শান্তি খুঁজুন। প্রতিনিয়ত নিজেকে মনে করিয়ে দিন যে জিনিসগুলি কখনই নিখুঁত হবে না কিন্তু আমাদের একজন নিখুঁত স্রষ্টা আছেন, যিনি আমাদের বুঝার বাইরে আমাদের শান্তি এনে দেবেন। আমাদের জীবনে শৃঙ্খলা ও ভারসাম্য ফিরিয়ে আনতে তাঁর ঐশ্বরিক প্রজ্ঞার উপর বিশ্বাস রাখুন।

তিন. আপনি কি ক্লান্ত এবং নিরুৎসাহিত বোধ করছেন? খাদ থেকে বেরিয়ে আসার জন্য আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। ইতিবাচক চিন্তাভাবনা অবলম্বন করুন। বিশ্বাস করুন যে, সর্বশক্তিমান আপনার মঙ্গল চান। তিনি আপনাকে সমস্যা কাটিয়ে উঠার শক্তি ও ক্ষমতা দেবেন। তাঁর দিকে এগিয়ে যেতে শুরু করুন। এই প্রক্রিয়ায় আস্থা রাখুন এবং পার্থক্যটা অনুভব করুন।

চার. আপনি সব কিছুর উত্তর খুঁজে পাবেন না। কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন হয় না এবং সেগুলি সেভাবেই থাকা ভাল। আপনার কেবল একটি দৃঢ বিশ্বাসে পূর্ণ হৃদয়ের প্রয়োজন, এটি সব ঠিক করে দেবে। ভালবাসা ও শান্তিতে পূর্ণ এ হৃদয়। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কতটা অব্যক্ত বেদনা থেকে বেরিয়ে এসেছেন।

পাঁচ. আপনি যখন সর্বশক্তিমানের কাছে কিছু চাইবেন, তখন আত্মবিশ্বাসের সাথে চান। ইতিবাচকতার সাথে চান। তিনি সর্বদা শোনেন এবং জানেন যে আপনার পক্ষে কোনটি ভাল। তিনি আপনাকে যা দিয়েছেন তা যদি আপনার অনুরোধের ক্ষেত্রে অকারণ মনে হয় তবে বুঝে নিন যে তাঁর কাছে আপনার জন্য আরও ভাল কিছু রয়েছে। আপনার যা আছে তার সাথেই মানিয়ে নিন এবং সামনের দিকে তাকান!

ছয়. সর্বশক্তিমান। আমরা আপনার কাছে বিশুদ্ধ হৃদয় প্রার্থনা করছি; হিংসা, বিদ্বেষ এবং সব ধরনের খারাপ কিছু থেকে আমাদের দূরে রাখুন। আমাদের মধ্যে দয়া মায়া ও সমবেদনা বাঁচিয়ে রাখুন। অন্যের জুতায় পা দিয়ে না চলা এবং অন্যকে বিচার করা থেকে বিরত থাকতে আমাদের সহায়তা করুন। আমাদের অন্তরকে প্রশান্ত রাখুন; আপনার সিদ্ধান্তে আমাদের সন্তুষ্ট রাখুন। আমরা সর্বদা আপনার অনুগ্রহ প্রার্থনা করি।

দ্রষ্টব্যঃ

আর আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে। বলুন, ‘রূহ আমার রবের আদেশঘটিত এবং তোমাদেরকে জ্ঞান দেয়া হয়েছে অতি সামান্যই। (সূরা আল-ইসরা: ৮৫)

আয়েশা (রা.) বলেন, আমি নবী (সা.)-কে বলতে শুনেছি, ‘সব রুহ সেনাবাহিনীর মতো একত্র ছিল। সেখানে তাদের যেসব রুহের পরস্পর পরিচয় ছিল, এখানেও তাদের মধ্যে পরস্পর পরিচিতি থাকবে। আর সেখানে যাদের মধ্যে পরস্পর পরিচয় হয়নি, এখানেও তাদের মধ্যে পরস্পর মতভেদ ও মতবিরোধ থাকবে।’ (বুখারি: ৩৩৩৬)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *