সাঈদ চৌধুরী
শিক্ষিত বেকারদের জীবিকামুখী করে তুলতে ব্যাপক প্রয়াস অব্যাহত রেখেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। টাউন হলে মঙ্গলবার (১৬ জুলাই ২০২৪) এবং আগের মঙ্গলবার (৮ জুলাই) যে দুটি জব ফেয়ার তথা চাকরি মেলা হল, তাতে ব্যাপক সাড়া জেগেছে। বিপুল সংখ্যক চাকরি প্রার্থী এ সম্পর্কে জানতে সচেষ্ট ছিলেন। কাউন্সিলের হাউজিং টিম এবং এইচআর (HR) নতুন চাকরির সুযোগ এবং কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ সম্পর্কে আগ্রহীদের প্রশ্নের জবাব দিয়েছেন। নিয়োগযোগ্যতা পরিষেবা এবং আবেদন প্রক্রিয়ার বিষয়েও আন্তরিকতার সাথে পরামর্শ দিয়েছেন।
চাকরির ক্ষেত্রে করণীয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে, মানুষকে গৃহহীন হওয়া থেকে বিরত রাখা, লোকেদের বিকল্প বাসস্থান খুঁজে পেতে সাহায্য করা, একাধিক এবং জটিল প্রয়োজনের লোকেদের সাথে কাজ করা, বকেয়া ভাড়া এবং ঋণ পরিশোধের পরিকল্পনার মতো সমস্যা বা অন্য কোনো সমস্যা সমাধানের জন্য বাড়িওয়ালাদের সাথে কাজ করা, ব্যক্তিগত ভাড়া এবং অস্থায়ী বাসস্থান খুঁজে পেতে সাহায্য করা, ঋণ ও বন্ধকী বকেয়া, ভাড়া বকেয়া, অব্যবস্থাপনা, অতিরিক্ত ভিড়, আন্ডার-অকুপেন্সি, গার্হস্থ্য সহিংসতার মতো বিষয়ে পরামর্শ দেওয়া ইত্যািদি।
বাসিন্দাদের ফ্রন্টলাইন পরিষেবাগুলি সরবরাহ করার জন্য বা সহায়তা ফাংশনগুলির কোন একটিতে কাজ করার জন্য প্রার্থীকে প্রশিক্ষণ দেয়া এবং ক্যারিয়ারে উন্নতি করার জন্য দুর্দান্ত অফার করা হয়েছে। এতে একজন প্রার্থী সম্পূর্ণ ইনডাকশন ট্রেনিং প্রোগ্রাম পাবেন এবং যখন প্রয়োজন হবে তখন শেখার বিষয়বস্তুর বিস্তৃত পরিসরে অ্যাক্সেস পাবেন।
অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার (জবস্, এন্টারপ্রাইজ, স্কিলস্ এন্ড গ্রোথ) কাউন্সিলর ব্যারিস্টার মুসতাক আহমদ বলেন, ‘আমাদের হাউজিংয়ে রয়েছে সবচেয়ে বড় ধরণের চাহিদা। নির্বাহী মেয়র লুতফুর রহমান হাউজিং সমস্যা মোকাবেলায় শুধু ফ্রন্টলাইন সার্ভিসের জন্য অতিরিক্ত ২ মিলিয়ন পাউন্ড বরাদ্ধ করেছেন। আজকের জব ফেয়ার এবং গত সপ্তাহে যে জব ফেয়ার হয়েছে, তাতে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ অংশ নিয়েছেন। এভাবে আমরা মানুষের চাহিদা পুরণে সক্রিয় রয়েছি।’
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর রিজেনারেশন কাউন্সিলর কবির আহমেদ বলেছেন, ‘গৃহহীনতা ও আবাসন সমস্যার ক্রমবর্ধমান চাহিদার কারণে সৃষ্ট চাপ মেটাতে টাওয়ার হ্যামলেটসে বছরে অতিরিক্ত ১.৯ মিলিয়ন বিনিয়োগ করা হবে। এই বারা দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধনশীল স্থান হিসাবে জাতীয় আবাসন সংকটের তীক্ষ্ণ প্রান্তে রয়েছে৷ আমরা আমাদের হাউজিং পরিষেবার চাহিদার তীব্রতা লক্ষ্য করছি। আমাদের বাসিন্দারা এমন একটি পরিষেবা চান এবং প্রয়োজন যা আজকের চাহিদা মেটাতে পারে এবং এই বিনিয়োগ এটি অর্জনে সহায়তা করতে যাচ্ছে। আমাদের বাসিন্দাদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য সঠিক লোক নিয়োগ করা আমাদের জন্য অপরিহার্য। কাউন্সিল আমাদের কমিউনিটির জন্য একটি কর্মী বাহিনী তৈরিতে বিনিয়োগ করেছে এবং আমাদের দুটি জব ফেয়ার তথা চাকরি মেলায় আসা প্রতিভাবান প্রার্থীদের দ্বারা প্রভাবিত হয়েছে।’
https://www.facebook.com/100082959350902/videos/1678581829558419
* সাঈদ চৌধুরী সময় সম্পাদক, কবি ও কথা সাহিত্যিক।