চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের এক সদস্য।
এই বিষয়ে আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও চাকসু নির্বাচনের নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ স্পষ্ট করেছেন, এই ধরনের কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়নি। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটে দৈনিক সংগ্রামের সাথে এক ফোনালাপে তিনি বলেন, “আমরা কখনোই কোনো প্যানেলকে আচরণবিধি ভাঙার অভিযোগে জরিমানা করেছি— এমন বক্তব্য দিইনি। কোথা থেকে এই তথ্য এসেছে, সেটি আমাদের জানা নেই। বর্তমানে আমরা পুরোপুরি নির্বাচন পরিচালনার কাজে ব্যস্ত।”
এদিকে, ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর ছড়ানো হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানার কোনো তথ্য আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে পাইনি। এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট।”