গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেওয়া ‘পুরোপুরি ভুল’ কাজ বলে মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আমেরিকা ইউরোপ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নেওয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তা পুরোপুরি ভুল। এসব দেশের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে।

স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যত কি হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের রয়েছে। তবে এর জবাবে পাল্টা শুল্ক আরোপ করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, একটি বাণিজ্যযুদ্ধ কোনো পক্ষই চায় না।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড দরকার। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনার কথাও জানিয়েছে হোয়াইট হাউজ।

শনিবার ট্রাম্প বলেছেন, তার ওই পরিকল্পনার বিরোধিতাকারী দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছেন, যা পহেলা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পহেলা জুন নাগাদ এটি ২৫ শতাংশে বাড়তে পারে।

এদিকে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি চিঠির কথা এখন জানা যাচ্ছে, যেখানে তিনি বলেছেন যে, যেহেতু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি, তাই শুধুমাত্র শান্তির কথা ভেবে কাজ করার তার কোনো বাধ্যবাধকতা নেই, যদিও ওই পুরস্কার ছাড়াও তিনি সবসময়ে গুরুত্বপূর্ণ হিসাবেই থাকবেন। বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *