কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না : তারেক রহমান

বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভিডিও বার্তায় বলেছেন,  “বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না।”

তিনি আরও বলেন, “জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

https://www.facebook.com/tariquerahman.bdbnp/videos/1177275693522129

তার আগে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড্ডয়ন করেন। এ সময় তাঁর ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। তাঁরা হেলিকপ্টারে ভারতের চলে গেছেন বলে জানা গেছে।

এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শেখ হাসিনা দেশত্যাগের পর বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি।

বিরাজমান পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান। ৮ জুলাই থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া দুই–এক দিনের মধ্যে বাসায় ফেরার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এর আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকর-উজ-জামানের সঙ্গে বৈঠক করার পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *