সাঈদ চৌধুরী
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কাউন্সিল অব মস্কের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে শনিবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে লন্ডন মুসলিম সেন্টারে। টাওয়ার হ্যামলেটস বারার মসজিদ সমূহে পেশাগত মান বৃদ্ধি ও প্রাতিষ্ঠানিক নিয়ম কানুন মোতাবেক পরিচালনার ক্ষেত্রে সহায়তার লক্ষ্যে গঠিত ‘কাউন্সিল অব মস্ক’ প্রায় দেড় যুগ থেকে কমিউনিটির জন্য মূল্যবান সেবা প্রদান করে আসছে।
সংগঠনের জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরার পরিচালনায় অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান কাউন্সিল অব মস্কের সামগ্রিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, চেয়ারম্যান ও সেক্রেটারি-সহ এই সংগঠনের নেতৃবৃন্দ আমাদের বারার মসজিদ সমূহের পেশাগত ও প্রাতিষ্ঠানিক সমৃদ্ধি ক্ষেত্রে সহায়ক। তিনি কাউন্সিলের সাথে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কমিউনিটির উন্নয়নে অবদান রাখার জন্য কাউন্সিল অব মস্ক পরিচালনা পরিষদের সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন।
কাউন্সিল অব মস্কের পরিচালনা পরিষদে রয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, সরকারী ও বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সংগঠনের সূচনা থেকে সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হাফেজ মাওলানা শামসুল হক। এবারও তিনি চেয়ারম্যান পুন:নির্বাচিত হয়েছেন। একই সাথে পুন:নির্বাচিত হয়েছেন জেনারেল সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা ও ট্রেজারার আব্দুল মুনিম ক্যারল। নব নির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছেন- সিনিয়র ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমদ, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ শামসুল হক, ডেপুটি সেক্রেটারি মাহফুজ রব, এক্সিকিউটিভ মেম্বার মুহাম্মদ আতিক মিয়া, বসির আহমদ, নুরুল উল্লাহ, নুরুল আমিন, মুসলেহ উদ্দিন, মাওলানা মুসলেহ উদ্দিন, ইতাওয়ার হোসেন মুজিব, আরজু মিয়া, মহিন উদ্দিন মজুমদার ও আতাউর রহমান।
নির্বাচন পরিচালনা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান। তাকে সহায়তা করেন সংগঠনের কর্মকর্তা আজম খান ও কয়েছ আহমেদ। সভায় টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ূম মিয়া তালুকদার, ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড. আব্দুল হাই মুর্শেদ, দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান ব্যারিস্টার আহমদ মালিক, হেকনি রোড শাহপরান মসজিদের ভাইস চেয়ারম্যান নূর বক্স, বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান আব্দুল বারী-সহ বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে সিরাজুল ইসলাম হীরা জানান, ‘কাউন্সিল অব মস্ক‘ টাওয়ার হ্যামলেটসের মসজিদের সমূহ আধুনিকায়ন, সার্ভিসের মানোন্নয়ন, লন্ডনের মাল্টিকালচারাল সোসাইটিতে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে সম্পর্ক রক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ, সংস্কৃতি ও ভৌগোলিক অবস্থানগত ভেদাভেদ দূর করা-সহ বিভিন্ন কাজ অত্যন্ত যোগ্যতা ও নিষ্ঠার সাথে পরিচালনা করে আসছে।
সাধারণ সভায় চেয়ারম্যান হাফেজ মাওলানা শামসুল হক কাউন্সিল অব মস্কের বহুমুখি সেবা সমূহ তুলে ধরে আগামী দিনে আরো ব্যাপক কর্মকাণ্ড পরিচালনার আকাঙ্ক্ষা ব্যক্ত করে বলেন, কমিউনিটির অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জটিলতা মোকাবেলার জন্য কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস কাউন্সিল-সহ বেশ কয়েকটি অংশীদার সংস্থার সাথে কাজ করেছে। বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সাথে স্থানীয় সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য অংশীদার সংস্থাগুলির সাথে সভা ও সেমিনার করা হয় বলেও তিনি জানান।
উল্লেখ্য, বৃটেনে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার মুসলমান এই এলাকায় বাস করেন। এখানে প্রায় অর্ধশত মসজিদের সমন্বয়ে গঠিত হয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অব মস্ক। নিয়ন্ত্রণকারী সংস্থার (regulatory body) নির্দিষ্ট আইন ও বিধি অনুযায়ী পরিচালনা পর্ষদ (board of directors) বা কমিটি (committee) মসজিদ ও চ্যারিটি প্রতিষ্ঠান পরিচালনা করেন।
মসজিদ পরিচালনায় যোগ্য নেতৃত্ব সৃষ্টি এবং ইমাম ও ইসলামী শিক্ষক, মসজিদে সেবা প্রদানকারী কর্মী ও কমিটির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা, অর্থ ব্যবস্থাপনা ও সুশাসন প্রশিক্ষণ, রাষ্ট্রীয় বিধি নিয়ম মেনে এবং ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষা করে শিশু শিক্ষা পরিচালনা, স্বাস্থ্য ও নিরাপত্তা, প্রাথমিক চিকিৎসা, দাতব্য কমিশনের প্রয়োজনীয়তা, চরমপন্থা মোকাবেলা এবং ডিবিএস (DBS) পরীক্ষা থেকে শুরু করে সক্ষমতা বৃদ্ধির বহু প্রকল্প পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করে কাউন্সিল অব মস্ক।
এই সংগঠনের পক্ষ থেকে অরাজক পরিস্থিতি মোকাবিলা, উত্তেজনা নিরসনের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা, টাওয়ার হ্যামলেটসে মূল্যবোধ ও সংস্কৃতি বিকাশের উপর সেমিনার, সমস্যাগ্রস্ত যুবক-যুবতী এবং তরুণদের যত্ন নেওয়ার লক্ষ্যে সচেতনতামূলক সেমিনার, মাতা-পিতা এবং সন্তানের বোঝাপড়া এবং সক্ষমতার উপর সেমিনার, উগ্রবাদ ও চরমপন্থা সম্পর্কিত বর্তমান সরকারের নীতি এবং দাতব্য কমিশন আইন সম্পর্কিত সেমিনার, মসজিদ কেন্দ্রিক শিক্ষা প্রশাসনের উন্নতি এবং নিরাপদ পরিবেশে মানসম্পন্ন শিক্ষা প্রদানে সহায়তা করার জন্য বিস্তৃত নীতি ও পদ্ধতি তৈরিতে সহায়তা করা হয়।
সাঈদ চৌধুরী দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক