ভিডিও নিউজ : https://www.facebook.com/reel/837470228725544 এবং https://www.facebook.com/reel/757789477246893
সুনামগঞ্জ–২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির এক নতুন ও সমৃদ্ধ দেশ গড়তে বৈশ্বিক যোগ্যতার ওপর গুরুত্বারোপ করেছেন। সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, এমসিতে পড়লেও বিশ্বের কোথায় কি হচ্ছে, তা তোমাদের জানতে হবে।
ক্রিয়েটিভ, ইফেক্টিভ ও ইনোভেটিভ লিডারশীপের গুণাবলি তুলে ধরে বলেন, নিজেদের এভাবে যোগ্য করে গড়ে তুলতে হবে। তাহলে বাংলাদেশ বিশ্বের বুকে একটা নতুন টাইগার হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ।
গত বৃহস্পতিবার এমসি কলেজ শিবিরের সভাপতি ইসমাঈল খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে। অনুষ্ঠানে দিগন্ত সাংস্কৃতিক সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফিজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা জামায়াতের আমীর ও সিলেট-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা লোকমান আহমদ, সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন খান, এমসি কলেজ শিবিরের সাবেক সভাপতি আব্দুল করিম জলিল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শাহীন আহমদ, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক এডভোকেট ইয়াসিন খান এবং শাবিপ্রবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি রেজাউল ইসলাম।
অন্যান্য অতিথি ও ছাত্রনেতাদের মধ্যে ছিলেন, শাখা শিবিরের অফিস সম্পাদক মাসুদ আলম, অর্থ সম্পাদক এটিএম ফাহিম, শিক্ষা সম্পাদক সাইফুর রহমান, প্রকাশনা সম্পাদক আনহার আলী, প্রচার সম্পাদক এনামুল ইসলাম, এমসি কলেজর শিবিরের ছাত্রাবাস সভাপতি রুহুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের সভাপতি ইমরান আহমদ, কলা অনুষদের সভাপতি মহসিন আল আবিদ, ইন্টারমিডিয়েট সেকশনের সভাপতি রুম্মান আহমদ তালুকদার, বিজ্ঞান অনুষদের সভাপতি আবু ছুফিয়ান, আবাসিক শাখার সভাপতি ইকবাল আহমদ সহ কলেজ শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।