‘ইখলাস’ আয়োজিত মুগ্ধতা ছড়ানো আড্ডা ও গাণ

শিল্প-সংস্কৃতি সাম্প্রতিক
শেয়ার করুন

শিল্প-সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘ইখলাস’ এর ব্যতিক্রমী আয়োজন ‘দ্য সেক্রিফাইস’ রিলিজ পরবর্তী সাকসেস ডিনার ছিল বেশ প্রাণবন্ত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইমুমের সাবেক পরিচালক জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক শিল্পী নোমান আজমী এবং দৈনিক সময় ও মানব টিভি সম্পাদক কবি ও কথাসাহিত্যিক সাঈদ চৌধুরী এবং লন্ডন সফররত সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নাজমুল ইসলাম এডভোকেট।

ইষ্ট লন্ডনের বারাকা ইটারিতে সংগঠনের প্রতিষ্ঠাতা হিফজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আল আমিন সাদ, ইখলাস লন্ডনের ব্যবস্হাপনা পরিচালক এনাম আহমদ, ইখলাসের এক্সিকিউটিভ মেম্বার মোহাম্মাদ নুরুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, ইখলাসের নতুন শিল্পী হুমায়ন, মানব টিভির ভিডিওগ্রাফার সালেহ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বিলেতের সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। শিল্পী নোমান আজমী ইসলামী সংস্কৃতি চর্চার প্রচার ও প্রসারে আমাদের করণীয় সম্পর্কে গুরুত্বরোপ করেন। লেখক সাঈদ চৌধুরী ইউরোপে ইসলামের জ্যোতি ছড়িয়ে দিতে ব্রিটিশ মুসলমানদের অনন্য অবদান বর্ণনা করেন।

‘ইখলাস’ এর আগামী দিনের সাহিত্য আলোচনা, কর্মশালা, ইত্যাদি পরিকল্পনা করা হয়। আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং শিল্পকলাকে মানুষের কাছে পৌঁছে দিতে উপস্থিত সকলে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, ‘ইখলাস’ সংগীত অঙ্গনে ধর্মীয় বা আধ্যাত্মিক গানের প্রসারে কাজ করছে, যা ইসলামের শিক্ষা ও মূল্যবোধের উপর ভিত্তি করে রচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *