আফগানিস্তানে ছয় মাত্রার এক ভূমিকম্পে ছয়শোর বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করছে দেশটির সরকার।
প্রত্যন্ত অঞ্চলে এ ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনো পুরোপুরি পাওয়া যায়নি, ফলে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে কর্মকর্তারা আশংকা করছেন।
কর্তৃপক্ষ বলছে, কাবুল থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পর্যন্ত আট কিলোমিটার এলাকা জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে, আফগানিস্তানের ভেতরে যে অঞ্চলে ভূমিকম্প হয়েছে, যেখানে শতশত বাড়িঘর ধসে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে তালিবান সরকারের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে পাশাপাশি কয়েকটি গ্রাম ধসে গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভূমিধ্বসের কারণে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভেঙে বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানীর প্রধান হাসপাতালের চিকিৎসক মুলাদাদ জানিয়েছেন, ভূমিকম্পের পর তিনি সারারাত ঘুমাতে পারেননি। হাসপাতালটিতে আহতদের চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। পুরো হাসপাতাল আহতদের দিয়ে পূর্ণ হয়ে গেছে। প্রতি পাঁচ মিনিটে একজন করে আহত হাসপাতালে আসছেন চিকিৎসার জন্য।
এই চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক ঘণ্টায় নারী ও শিশুসহ ১৮৮ জন আহত হাসপাতালটিতে ভর্তি হয়েছে। তিনি বলেন, হাসপাতালে কোনো শয্যা খালি নেই। ফলে অনেকে আহত রোগীকে মেঝেতে রেখা চিকিৎসা দিতে হচ্ছে।
ডা: মুলাদাত পরিস্থিতিটাকে সংকট হিসেবে উল্লেখ করেন। আরেকটি প্রদেশ নানগারহার এর প্রধান হাসপাতালে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ জন আহতের চিকিৎসা চলছে। বিবিসি