আপনি কীভাবে আচরণ করেন তা অনেক কিছু বলে : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সামাজিক অবস্থান, কাজের ধরন ও পছন্দ দ্বারা সহজে প্রভাবিত হবেন না। অনেকেরই এগুলি আছে কিন্তু এটি জীবনকে কখনও স্বস্তির কাছে আনতে পারেনি। কেন? কারণ তাদের মৌলিক মানবিক শালীনতার অভাব রয়েছে। মনে রাখবেন, আপনি মানুষের সাথে কীভাবে আচরণ করেন তা আপনার সম্পর্কে অনেক কিছু বলে। সর্বশক্তিমান সবই দেখছেন।

দুই. যখন সর্বশক্তিমান আপনাকে পরীক্ষা করেন তখন আপনার হৃদয় থেকে বিশ্বাস ধরে রাখার সামর্থ্য কতটা অর্জন করেছেন তা বিশেষভাবে দেখেন। ধৈর্যশীল হন। বিশ্বাস হারাবেন না। স্বস্তি ফিরে আসবে। আর যদি আপনার জন্য ওপর থেকে কিছু নির্ধারিত হয়, তবে কেউ এটিকে আটকাতে পারে না। এটি হতে পারে আপনার বিয়ে, চাকরি, পদোন্নতি। যদি এটি আপনার জন্য নির্ধারিত হয়, তবে তা আসবেই। ধৈর্য ধরুন!

তিন. অনেক সময় আমাদের সর্বশ্রেষ্ঠ শত্রু হয় সর্বশক্তিমানের সময় সম্পর্কে হতাশা। আমরা ভুলে যাই যে, তিনি আমাদের ধৈর্য পরীক্ষা করতে চলার পথে বিভিন্ন বাধার সৃষ্টি করেন। অতীত অভিজ্ঞতা এবং ভুল থেকে শিখুন। সর্বশক্তিমান এসব কোনো এক কারণে পাঠিয়েছেন। যদি একই পরিস্থিতি আবার ঘটে, তবে শেখা পাঠগুলো সামনে আনুন।

পূনশ্চঃ

এক. অন্যের খারাপ কামনা করবেন না। এটি আপনার কাছে আবার সবচেয়ে অকল্পনীয় উপায়ে ফিরে আসবে। সর্বদা মানুষের জন্য ভাল চান এবং আপনি আশীর্বাদের মধ্য দিয়ে আপনার সমাপ্তি হবে। একটি ভাল হৃদয়ের চাষ করুন। আপনার চিন্তা পরিশুদ্ধ করুন। মনে রাখবেন, সর্বশক্তিমান সৎকর্মশীলদের ভালোবাসেন।

দুই. ভাঙা হৃদয়কে নার্সিংয়ের সময় মনোযোগী হোন। আপনি ভাবতে পারেন যে আপনি রাস্তার শেষ প্রান্তে পৌঁছেছেন এবং নিজেকে শূন্য শূন্য মনে হচ্ছে। শয়তান হলো চরম সুবিধাবাদী। সে সন্দেহ করতে এবং মন্দ চিন্তা প্রকাশ করাতে ঝাঁপিয়ে পড়বে; তাকে রুদ্ধ করার চেষ্টা করুন। সর্বশক্তিমানের দিকে ফিরে যান। তাঁর সাহায্য প্রার্থনা করুন। কেবল তিনিই আপনাকে নিরাময় করতে পারবেন!

তিন. এসবকে যেতে দিন। অতীতে যেগুলি ঘটেছে, যেগুলি এখন ঘটছে না, সেসব ছেড়ে দিন। আপনি যদি এগিয়ে যেতে চান তবে আপনার অতীতের দিকে ফিরে তাকানো বন্ধ করুন। আপনার জীবনের সেই অংশ শেষ। আপনি যদি আলো দেখতে চান তবে আপনার অতীতের অন্ধকারে নিজেকে আটকে রাখবেন না।

চার. আপনি কি জানেন যে আমরা অন্যদের বিচার করতে বসি কারণ আমরা নিজেরা নিরাপত্তাহীন? যখন আমরা বিচার করতে বসি, আমরা প্রায়ই এমন কিছু প্রদর্শন করি যা আমরা নিজেদের সম্পর্কে অনুভব করতে চাই না অথবা এমন কিছু যা আমাদের নিজের জীবনে অনুপস্থিত বলে আমরা অনুভব করি। পরের বার যখন আপনি কারো সম্পর্কে মন্তব্য করতে প্রলুব্ধ হবেন তখন এ সম্পর্কে চিন্তা করুন।

পাঁচ. আপনি যত ভাল কাজ করেছেন, তা যতই ছোট হোক না কেন, আবার আপনার কাছে ফিরে আসবে। সুতরাং হতাশ হবেন না বরং উদারভাবে দিয়ে যান। সদয়ভাবে কাজ করুন। এটি ছড়িয়ে পড়ে। খাঁটি অন্তর দিয়ে কাজগুলি করুন এবং বাকীটা সর্বশক্তিমানের উপর ছেড়ে দিন। তিনি সব কিছু জানেন!

ছয়. বর্ণবাদ ও সহিংসতা বন্ধ করুন। লোকদের অপমান অপদস্ত করা বন্ধ করুন। আমরা সকলেই সর্বশক্তিমানের সৃষ্টি। দয়াবান হওয়া এবং শান্তির প্রচার এমন কি কঠিন? এর জন্য আদৌ কোনও মূল্য নেই। আসুন আমরা এই বার্তাটি আরও দূরে ছড়িয়ে দেওয়ার জন্য সম্মিলিত প্রচেষ্টা নেই। নিজেরা এর জীবন্ত উদাহরণ হয়ে কাজ শুরু করুন!

সাত. পুরানো মানসিকতা এবং ঐতিহ্য থেকে মুক্ত হোন; বিশেষত সে সব যা সর্বশক্তিমান আমাদের জন্য যা আদেশ করেছেন যে তা করতে যেন বিরত থাকি। কখনও কখনও আমরা কেবল এ জন্য কাজ করি যে সেগুলি আমাদের পূর্বপুরুষরা করে গিয়েছিলেন। আপনার পরিস্থিতি এবং আপনি কি করছেন আর কেন করছেন তা পুনর্বিবেচনা করুন!

আট. আপনি যখন কোনো কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যান তখন সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো কঠিন। আর কেবল আপনার খারাপ দিন চলার কারণে অন্যের ওপর বোঝা চাপানো অথবা তার অবস্থা খারাপ করার অধিকার আপনার নেই। পরিণত হবার চেষ্টা করুন, সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠুন!তিনি যে আপনাকে আরও শক্তিশালী করছেন তার জন্য ধন্যবাদ দিন।

দ্রষ্টব্য

আসল মুমিন বান্দা তো তারাই, যারা আল্লাহ ও তার রাসূলের ওপর ঈমান এনেছে অতঃপর কোনো রকম সন্দেহ সংশয়ে পতিত হয়নি এবং আল্লাহর পথে নিজের জান ও মালের দ্বারা পুরোপুরি চেষ্টা-প্রয়াস চালিয়েছে। শুধু তারাই হলো সত্যিকারের সত্যবাদী বান্দা। (সূরা হুজরাত: ১৫)

যাতে আল্লাহ্ পুরস্কৃত করেন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদীতার জন্য এবং শাস্তি দেন মুনাফিকদেরকে যদি তিনি চান অথবা তাদেরকে ক্ষমা করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা আহযাব: ২৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *