সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলা থেকে প্রকাশিত “উদ্ভাস” স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন বেশ আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ছিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা।
দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন জামেয়ার ৫৮ জন শিক্ষার্থী এবং জিপিএ-৪ এর উপরে ১২৫ জন। তারা-সহ উত্তীর্ণ ২৭০ জন ছাত্র-ছাত্রীকে আনন্দঘন পরিবেশে সংবর্ধনা প্রদান করা হয় ১৬ মে বৃহস্পতিবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও গবেষক, জামেয়া গভর্ণিং বডির সভাপতি অধ্যাপক ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আল্লামা শায়খ ইসহাক আল মাদানী, জামেয়া গভর্ণিং সদস্য হাফেজ আব্দুল হাই হারুন প্রমুখ। সভাপতিত্ব করেন জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান হুমায়দী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল সার্টিফিকেট অর্জন করাই শিক্ষা নয়, সবাইকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে, যে শিক্ষা মানুষকে সততা ও নিষ্ঠার সাথে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে শেখায়, যে শিক্ষা মানবতার কল্যাণে পাশে দাঁড়াতে শিখায়। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, জামেয়া শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে অনন্য অবদান রাখবেন। জামেয়াকে দেশ-বিদেশে আরো বেশী পরিচিত করে তুলবেন।
অনুষ্ঠানে উপাধ্যক্ষ মাও সৈয়দ ফয়জুল্লাহ বাহার-সহ অন্যন্য শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।