আনন্দঘন পরিবেশে পালিত হল দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দেড়যুগ পূর্তি উৎসব

বাংলাদেশ সিলেট
শেয়ার করুন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দেড়যুগ পূর্তি উৎসব বেশ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান ও সাধারণ সম্পাদক শরীফ আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

বিপুল সংখ্যক বিশিষ্টজন ও অতিথিদের মধ্যে আরো ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক কাপ্তান হোসেন, সিসিকের নারী কাউন্সিলর আয়েশা খাতুন কলি, স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাজমুল বারী জামালী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক এম আহমদ আলী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, সদস্য মইনুদ্দিন, গোলাম মর্তুজা বাচ্চু, ফয়সল আমীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ জুয়েল আহমদ ও আলহাজ্ব আব্দুল মজিদ লাল মিয়া, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সহ-সভাপতি এনামুল কবির প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছয়েফ খাঁন, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু, আওয়ামী লীগ নেতা শামীম কবির, সেলিম আহমদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপু, জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদরুল আলম তুহিন, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি সিলাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহমান, দক্ষিণ সুরমা উপজেল স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়ন্ত রুপম গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি লাকি নোমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কোষাধ্যক্ষ আজমল আহমদ রোমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম সারওয়ার হোসেন সৌরভ, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, কার্যনির্বাহী সদস্য মনসুর আলী মাসুম ও জাহেদ আহমদ। প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল খালিক, সদস্য দুলাল হোসেন, আহমেদুর রহমান সাদেক, এসএম ফাহিম, রাশেদুল হোসেন শোয়েব, শেখ জাবেদ আহমদ এমরান, মোঃ আব্দুল হাছিব, মো. সুহেল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বলেছেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে। দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এলাকার ইতিহাস ঐতিহ্যকেও সমৃদ্ধ করেছেন। এজন্য এই প্রেসক্লাব দেড়যুগ ধরে সুনামের সাথে টিকে আছে। আগামীতেও এই সুনাম অক্ষুন্ন থাকবে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নিয়ে কেক কাটেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি সবাইকে মিষ্টিমুখ করান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *