হে রাসুল আমার ।। জাকির আবু জাফর

সেই মহারজনীর কথা ভাবি- যা একবারই নেমেছিলো পৃথিবীর মরু-আঙিনায় যখন ধ্যানস্ত তুমি হেরাপর্বতের আশ্চর্য গুহায়! পৃথিবীর বাতাসেরা কেমন করে ছুঁয়ে গেলো তোমার শরীর! আজও কি সেইসব নক্ষত্র উদয় হয় আকাশের কোনো অতলান্ত বুকের কাছে, যেগুলো জ্বলতো তোমার চোখের সায়রে আমার মতন তারাও কি খোঁজে তোমার সেই মুখ যা চাঁদের চেয়ে উজ্জ্বল সরোবর থেকে স্বচ্ছল এবং […]

বিস্তারিত পড়ুন