রাষ্ট্রীয় মর্যাদায় শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহর দাফন সম্পন্ন
কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহর মরদেহ রবিবার সুলাইবিখাত কবরস্থানে প্রার্থনার পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, বিলাল বিন রাবাহ মসজিদে নামাজের পর শেখ নওয়াফকে তার আত্মীয়দের পাশে দাফন করা হয়। মরহুম আমিরের জানাজায় আল সাবাহ পরিবারের সদস্য এবং কুয়েত পার্লামেন্টের স্পিকার উপস্থিত […]
বিস্তারিত পড়ুন