মায়ের আঁচলে রাখো হাত । মামুন সুলতান

এই রহস্যপুরির বিক্ষত বুকের চরে কাঁকড়ার মতো বিদগ্ধ বিধুর পায়ে হাঁটে পঞ্চাশের গর্ভধারিণী মা ঊর্ণনাভির মতোন মরে গেলে মাতৃহীন হয়ে যাবো পুষ্টিহীন আমার মা চৌরাস্তার মোড়ে দাঁড়ালে পিষে যাবে জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির চাকা মায়ের আঁচলে আছে আইনপরিষদ সতেরো কোটি সন্তান অথচ গুটি কয়েক আড়শোলা মায়ের রক্ত নিয়ে সাজিয়ে তোলে নিজস্ব পুকুর ব্যক্তিগত পাহাড় নির্বাক জননী […]

বিস্তারিত পড়ুন