মঈন কাদেরী বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের নতুন মেয়র

লন্ডনে বার্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত মঈন কাদেরী। মঙ্গলবার দ্বায়িত্ব নেয়ার পর থেকে আগামী এক বছরের জন্য তিনি মেয়র হিসেবে দ্বায়িত্ব পালন করবেন। মেয়র মঈন কাদেরী ১৯৭৯ সালের ১ মার্চ পাবনার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহন করেন। ৪ ভায়ের মধ্যে মঈন সর্বকনিষ্ঠ। পিতা পাবনার খ্যাতিমান আইনজীবি এ্যাডভোকেট জহির আলী কাদেরী, […]

বিস্তারিত পড়ুন