ব্রিটেনের শ্রপশায়ারে মাটির নিচে পাওয়া গেছে বিরাট সোনার টুকরো

সাঈদ চৌধুরী শ্রপশায়ারে মাটির নিচে বিরাট একটি সোনার টুকরো (গোল্ড নাগেট) পাওয়া গেছে। ৬৪ দশমিক ৮ গ্রাম ওজনের গোল্ড নাগেট এদেশে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় স্বর্ণ খণ্ড বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় মানু্ষ বেশ কৌতুহলী হয়ে ওঠেছেন। এলাকাবাসী আশা করেন, এই অঞ্চলে হয়ত আরো মূল্যবান সোনা রয়েছে। ৬৭ বছর বয়সী রিচার্ড ব্রোক স্বর্ণ […]

বিস্তারিত পড়ুন