থাইল্যান্ডের সৈকত মৃত মাছে ছেয়ে গেছে

থাইল্যান্ডের সৈকতের মানুষ এর আগে এত মৃত মাছ দেখেনি। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চুম্ফোন প্রদেশের চার কিলোমিটার বিস্তীর্ণ সমুদ্র সৈকতে হাজার হাজার মৃত মাছ ভেসে উঠেছে। জলবায়ু পরিবর্তনই এ ঘটনার জন্য দায়ী বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সিএনএন জানায়, কাসেটসার্ট ইউনিভার্সিটির ফিশারিজ অনুষদের ডেপুটি ডিন থন থামরংনাওয়াসাওয়াত বলছেন, সমুদ্রে ‘প্ল্যাঙ্কটন ব্লুম’-এর কারণে এত বেশি মাছের মৃত্যু হয়েছে। তিনি বলেন, […]

বিস্তারিত পড়ুন