তুমি আর আমি ।। আবদুল হাই শিকদার

তুমি হয়তোবা ভোরের আজান নয়া মসনবী তুমি, আমি হয়তোবা দুধকুমারের চরে কাশফুল রুমি। তুমি হয়তোবা চোখের পাতায় ঘুম নিয়ে আসা নদী, আমি হয়তোবা হাফিজের গানে জেগে থাকি নিরবধি। তুমি হয়তোবা গুলে বাকাওলি পদ্মাবতীর রূপ, আমি হয়তোবা জুলেখার পাশে ক্রীতদাস ইউসুফ। আমি হয়তোবা রোসাঙ্গের কবি তুমি উপমায় ডুব, পঙতির পর পঙতি পড়ছি তবু তুমি নিশ্চুপ। আমি […]

বিস্তারিত পড়ুন