আলোর ঝলক ।। মুসতাক আহমদ

আমি হবো আলোর ঝলক ভোরের আকাশ চিরে পৃথিবীর বন্দরে কখনও বা জোনাকির মত গহীন কোন অরণ্যে কিংবা চাঁদের অভিসারে সাগর বক্ষে বাসর কল্পনায়! হয়তো বা খসে পড়বো কারো টানে রাত্রির লজ্জা-ঢাকা বুকে-আঁকা মিটিমিটি তারকার চাদর ছেড়ে উল্কাপিন্ড রূপে বিদ্যুৎ গতিতে নিঃশেষ হবো বায়ুমণ্ডলের কণায় কণায়! আলোর আগমনে গেয়ে উঠবে মোয়াজ্জিন জেগে উঠবে রাতের গহ্বর থেকে […]

বিস্তারিত পড়ুন