আমার মনে । মালেক ইমতিয়াজ
রাখাল বাঁশির উথাল সুরে তেপান্তরের মাঠে পলকা হাওয়ায় মন ছুটে যায় শান্ত দীঘির ঘাটে। মুক্ত-স্বাধীন স্বদেশ নদী ধান সবুজের খেলা নিত্য বসে আমার মনে ফুল পাখিদের মেলা। পঙ্খিরাজের ঘোড়ায় চড়ে হঠাৎ উঠি চাঁদে ভাবতে থাকি যখন দেখি অনাথ কোনো কাঁদে। নিঝুম দুপুর ব্যস্ত ভীষণ ছন্দ ছড়ার মিলে শান্ত বিকেল আমায় টানে শাপলা ফোটা ঝিলে। ‘পাহাড় […]
বিস্তারিত পড়ুন