ঈদের আলোচিত ৩ ছবি

ফিচার বিনোদন
শেয়ার করুন

ঈদুল আজহায় বেশকটি ছবি মুক্তি পাচ্ছে। তার মধ্যে সবচেয়ে আলোচিত ৩টি ছবি হচ্ছে ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’। ৩টি সিনেমাই পেয়েছে আনকাট সেন্সর সার্টিফিকেট।

শাকিব খান-ইধিকা পালের ‘প্রিয়তমা’:
ঈদে মুক্তি পেতে চলেছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। ইতোমধ্যেই ছবির প্রচারণায় একাধিক পোস্টার এবং গান প্রকাশ করা হয়েছে। যেখানে ভক্তদের চমকে দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ এ নায়ক। শাকিব খান ফেসবুক পোস্টে এক ভিডিও দিয়ে লিখেছেন সবার ঈদ হোক ‘প্রিয়তমা’র সাথে। এর আগে ছবির নায়িকা ইধিকা পালের উপস্থিতি পোস্টার কিংবা গানে কোথাও দেখা না গেলেও সোমবার নায়ক শাকিব খানের সঙ্গেই ভিডিওতে প্রকাশ্যে এসেছেন। সিনেমায় ৮০ বছরের অনবদ্য লুকে প্রশংসিত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ এ নায়ক।

নির্মাতা জানিয়েছেন এরই মধ্যে ১০৭ হল চূড়ান্ত হয়েছে। ছবির টাইটেল গান ‘ও প্রিয়তমা’। বালাম আর কোনালের কণ্ঠে আসিফ ইকবালের গীতিকবিতায় গানের সুর-সঙ্গীত করেছেন আকাশ সেন। ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে ‘কোরবানি কোরবানি’ শিরোনামের একটি গান। গানটির কথা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। ‘ঈশ্বর’ শিরোনামের একটি গান রয়েছে জনপ্রিয় সঙ্গীতপরিচালক প্রিন্স মাহমুদের নির্মাণে। গীতিকার জাহিদ আকবর লিখেছেন ‘গভীরে’ শিরোনামের একটি গান। সাজিদ সরকারের সুরে গানে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল ও প্রিয়াংকা গোপ।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’, যা আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত এই ছবির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

আফরান নিশো-তমা মির্জার ‘সুড়ঙ্গ’:
রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জাকে। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন নিশো ও তমা। ইতিমধ্যে ছবির টিজার ও আইটেম গান প্রকাশের পর বেশ সাড়া পড়ে। তবে ভিন্ন কৌশল অবলম্বন করে ট্রেলার প্রকাশ করেননি পরিচালক।

ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় নিশো বলেন, ‘সবার অ্যাপ্রিসিয়েশনে আমি মুগ্ধ। ছোট করে হলেও আমার কাজ নিয়ে সবাই যেভাবে বলছেন, এ জন্য আমি আমার মনের ভেতর থেকে কৃতজ্ঞ। ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। এত ভালোবাসা আমি রাখব কোথায়?’

তমা মির্জা বলেন, ‘এই সিনেমায় আমার চরিত্রটা একটু ট্রিকি। পরিচালক রাফীর সঙ্গে আমার আগে বেশ কিছু কাজ হয়েছে। তিনি কাজের প্রতি খুবই হেল্পফুল। নিশো ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। নিশো ভাই আমার কাজটাকে আরও সহজ করে দিয়েছেন।’

চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় ছবিটি মুক্তি পাবে সারা দেশের ২৮টি প্রেক্ষাগৃহে। সেই সঙ্গে আফরান নিশোর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে ভক্তদের তৈরি অস্থায়ী হলেও প্রদর্শিত হবে ছবিটি। ছবির আইটেম গান ‘কলিজা আর জান’-এ পর্দায় হাজির হবেন নুসরাত ফারিয়া।

জানা যায়, ভারতসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে সিনেমাটি।

মাহফুজ আহমেদ-শবনম বুবলীর ‘প্রহেলিকা’:
নয় বছর বিরতির পর ঈদে মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ অভিনীত ছবি ‘প্রহেলিকা’। এই সিনেমায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী।

এই সিনেমায় মাহফুজের চরিত্রের নাম মনা। ফার্স্ট লুকে উল্টো অবস্থায় আক্রোশে-আর্তনাদে ফেটে পড়া রহস্যময় এক অবতারে দেখা যাচ্ছে তাকে। দুই পাশ থেকে তার দুটি হাত চেপে ধরে আছে কেউ। মনে হচ্ছে মৃত্যুর মুখ থেকে বাঁচার আকুতি জানাচ্ছে সে। গায়ে কালো পোশাক, মাঝারি দাঁড়ি গোফ আর মাথার টুপি। তবে সব কিছুকে ছাপিয়ে গেছে তার দাঁতখোলা প্রতিবাদী হাসি। প্রকাশিত পোস্টারের একেবারে নিচে লাল বর্ণে লেখা ‘ভালোবাসার দ্রোহ’- দুটি শব্দের এই বাক্যই বুঝিয়ে দিচ্ছে সিনেমার গল্পে কতটা রোমান্স আর হাহাকার থাকবে। প্রেক্ষাগৃহেই মনার এই রূপের আসল কারণ উম্মোচিত হবে।

ইতিমধ্যে প্রকাশিত গান ‘মেঘের নৌকা’য় মাহফুজ-বুবলীর পারফরমেন্স মুগ্ধ করেছে দর্শকদের। গানটি লিখেছেন আসিফ ইকবাল। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-কোনাল। সুর-সঙ্গীত করেছেন ইমরান। ‘হৃদয় দিয়ে’ শিরোনামের গানটিও লিখেছেন আসিফ ইকবাল। কিশোরের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর ও স্বরলিপি।

রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ বানিয়েছেন চয়নিকা চৌধুরী। ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামান প্রমুখ।

ঈদের ছবির মুক্তির তালিকায় আরও রয়েছে- সৈকত নাসির পরিচালিত নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ ও সরকারি অনুদানের ছবি অপু বিশ্বাস প্রযোজিত ‘লাল শাড়ি’। এই সিনেমায় তার বিপরীতে আছেন সাইমন সাদিক। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *