সিলেটে তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভায় জনতার ঢল

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সময়ের অনেক আগেই জনতার ঢল নেমেছে মাদ্রাসা মাঠে।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিগত সরকারের আমলে যারা নির্যাতিত, অত্যাচারিত ও পঙ্গুত্ববরণ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমরা আজ এখানে একত্র হতে পেরেছি সেই মানুষগুলোর জীবনের বিনিময়ে, যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিলেন। যারা বিভিন্নভাবে নির্যাতিত, অত্যাচারিত ও পঙ্গুত্ববরণ করেছেন, তাদের ত্যাগের বিনিময়ে আজ এখানে একত্রিত হতে পেরেছি। ছাত্র-জনতার অভ্যুত্থানের ভেতর দিয়ে এটা হয়েছে।

বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল, ২০২৪ সালের ৫ আগস্ট সেই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে উল্লেখ করে তিনি বলেন, তথাকথিত নির্বাচনের মাধ্যমে বিগত সরকার মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছিল। আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করার আহবান জানান তারেক রহমান।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশ মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট ও সুনামগঞ্জ জেলার সংসদীয় আসনে দল মনোনীত ও জোট সমর্থিত প্রার্থী এবং সিলেট বিভাগের নেতারা ছিলেন।

সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকা থেকে নেতা–কর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *