ইউকে, আমেরিকা, চীন, পাকিস্তান ও ভারত সহ কূটনীতিকদের পদভারে মুখরিত জামায়াতের পলিসি সামিট

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

দেশি-বিদেশের খ্যাতিমান গবেষক, বরেণ্য বুদ্ধিজীবী, প্রফেশনাল সাংবাদিক-সম্পাদক, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ-সহ জ্ঞানী ও গুনী ব্যক্তিবর্গের উপস্থিতিতে জামায়াতের পলিসি সামিট প্রাজ্ঞজনের মিলন মেলায় পরিনত হয়েছে। বিদেশী কূটনীতিকদের সরব উপস্থিতি আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই এই সামিটে নতুন মাত্রা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের আগ্রহ এবং জামায়াতের প্রভাব প্রতিফলিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমের নান্দনিক পরিবেশে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। তারপর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান উপস্থিত সুধীজনকে স্বাগত জানিয়ে আগামীর বাংলাদেশের এক অনন্য রূপকল্প উপস্থাপন করেন।

অংশ নিয়েছেন ইউকে, আমেরিকা, চীন, ভারত, পাকিস্তান, কসোভো, তুরস্ক, মালয়েশিয়া, শ্রীলংকা, ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইতালি, ডেনমার্ক, সিঙ্গাপুর, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, ইরান, কানাডা, ফিলিস্তিন, আফগানিস্তান, লিবিয়া, আলজেরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, জাপান, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, ভুটান, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, স্পেন, ব্রাজিল, জাতিসংঘ, ইউএনডিপি, আইআরআই সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কুটনীতিবিদগণ।

উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের ও মাওলানা আ.ন.ম. শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ.টি.এম. মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ও জনাব মোবারক হোসাইন প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ডিস্টিংগুইস ফেলো ও প্রথম নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব শাহদীন মালিক, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ বরেণ্য অতিথিবর্গ।।

ASPIRING BANGLADESH | POLICY SUMMIT 2026 | Strategy for Bangladesh: Governance Framework | Promoting Prosperity: Economy, Business and Investment | Bangladesh Jamaat-e-Islami

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *